স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দ-নিয়ন্ত্রিত এলাকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বৃহস্পতিবার ড্রোন হামলা বাড়িয়েছে তুরস্ক। হামলায় এই অঞ্চলে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
সিরিয়ার কামিশলি এলাকায় থাকা ভিওএ-এর একজন সংবাদদাতা জানিয়েছেন, সিরিয়ার উত্তরাঞ্চল জুড়ে অন্তত ১৮টি ড্রোন হামলা চালানো হয়েছে। কিছু হামলার লক্ষ্যবস্তু ছিল ঐ অঞ্চলে বেসামরিক নাগরিকদের পরিকাঠামো। কুর্দি রেড ক্রিসেন্ট জানিয়েছে একটি বিদ্যুৎ কেন্দ্র ও অভ্যন্তরীণভাবে বাস্তুহারা মানুষদের জন্য নির্মিত শিবিরের কাছে হামলা করা হয়েছে।
ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বৈশ্বিক জোটের অংশ হিসেবে এই অঞ্চলে রয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী। রয়টার্স জানিয়েছে, এই বাহিনী একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে। তবে, তুরস্কের প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তারা সংবাদ সংস্থাকে বলেছেন, যে ড্রোনটি নিয়ে প্রশ্ন উঠছে সেটি তুরস্কের সামরিক বাহিনীর নয়। এই কথিত ঘটনা নিয়ে বৈশ্বিক জোট এখনও কোনও মন্তব্য করেনি।
আঙ্কারায় তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রকের মূলভবনকে নিশানা করে বোমা হামলার দায় স্বীকার করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং তারপরেই তুরস্ক এই অঞ্চলে হামলা বাড়ায়। রবিবারের সেই হামলায় দুই হামলাকারী নিহত হয়েছে এবং তুরস্কের দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
সিরিয়া-ভিত্তিক কুর্দ গোষ্ঠীগুলিকে পিকেকে-এর সম্প্রসারিত অংশ হিসেবে দেখে তুরস্কের সরকার। আঙ্কারা ও ওয়াশিংটন পিকেকে-কে সন্ত্রাসবাদী সংগঠন বলে মনে করে। কিন্তু, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) ও তাদের মূল সংগঠন পিপল’স প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি) আইএসআইএস নামে পরিচিত আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বড় সহযোগী।