অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন, রাশিয়ার পাল্টাপাল্টি আন্তঃসীমান্ত হামলা


ওডেসা প্রদেশে দানিউব নদীর ওপর অবস্থিত বন্দরে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। ছবি: এএফপি
ওডেসা প্রদেশে দানিউব নদীর ওপর অবস্থিত বন্দরে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। ছবি: এএফপি

র্শনিবার ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে নতুন করে হামলার সূত্রপাত ঘটিয়েছে।

ইউক্রেনের গোলাবর্ষণে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকভ।

অপরদিকে রাশিয়া, ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। স্থানীয় কর্মকর্তারা জানান, রুশ অধিকৃত ক্রাইমিয়া অঞ্চল থেকে চালানো এই হামলায় ৪ জন আহত হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের প্রতিবেদন মতে, শনিবার দিনের শুরুতে মস্কোর কাছে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী।

ইউক্রেনের জন্য জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী ডেনিস ব্রাউন বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে ৫৪ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর জাতিসংঘ এবং অংশীদাররা চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্য সহায়তা, আশ্রয় রক্ষণাবেক্ষণ কিট, ননফুড আইটেম, নগদ অর্থ এবং স্বাস্থ্যবিধি সহায়তাসহ মানবিক সহায়তা প্রদান করছে।

ব্রাউন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, “এগুলো হচ্ছে এই যুদ্ধের বর্বরতার এমন প্রতিফলন যাতে একটি সম্প্রদায়ের ২০ শতাংশ সদস্য কয়েক সেকেন্ডের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।“

শুক্রবার তাঁর রাত্রিকালীন ভিডিও ভাষণে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই হামলার প্রতি তীব্র নিন্দা জানান এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আসন্ন শীতকে মাথায় রেখে অবকাঠামোকে আরও বলিষ্ঠ করার গুরুত্বের ওপর জোর দেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স ও এপি থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG