অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলের ওপর হামলার বিষয়ে ইউক্রেনীয়রা 'সংবেদনশীল', বললেন জেলেন্সকি


খার্কিভের কাছে হরোজা গ্রামের একটি কবরস্থানে নিহত তেতিয়ানা আন্দ্রোসোভিচ (৬০) ও মাইকোলা আন্দ্রোসোভিচের (৬৩) কফিনের কাছে আত্মীয়-স্বজন ও বন্ধুরা শোক প্রকাশ করেছেন। (৭ অক্টোবর ২০২৩)
খার্কিভের কাছে হরোজা গ্রামের একটি কবরস্থানে নিহত তেতিয়ানা আন্দ্রোসোভিচ (৬০) ও মাইকোলা আন্দ্রোসোভিচের (৬৩) কফিনের কাছে আত্মীয়-স্বজন ও বন্ধুরা শোক প্রকাশ করেছেন। (৭ অক্টোবর ২০২৩)

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শনিবার তার দৈনিক ভাষণে বলেন, ইসরাইলে যা ঘটেছে সে বিষয়ে ইউক্রেনীয়রা “বিশেষভাবে সংবেদনশীল'”। সেখানে আকাশে হাজার হাজার ক্ষেপণাস্ত্র, রাস্তায় মানুষ খুন হচ্ছে...গাড়িভর্তি সাধারণ মানুষ।

তিনি বলেন, "আমাদের অবস্থান পুরোপুরি পরিষ্কার: বিশ্বের যে কোনো জায়গায়, যেই সন্ত্রাস ও মৃত্যু বয়ে আনবে, তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।"

এদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ হামলায় ২৭ বছর বয়সী এক নারী ও তার শিশুসহ এক ডজন মানুষ আহত হয়েছেন বলে শনিবার জানিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর।

ইউক্রেনের হরোজা গ্রামে এই সপ্তাহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫২ জন নিহত হন। তারা একটি ক্যাফেতে এক নিহত সেনার স্মরণ অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন।

জাতিসংঘের তদন্তকারীরা সেখানে গেছেন। তদন্ত দলের এক বিবৃতিতে বলা হয়, বেঁচে যাওয়া মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের সাথে প্রাথমিক আলাপে জানা গেছে নিহতদের সকলেই বেসামরিক নাগরিক ছিলেন। গ্রামটির আক্রান্ত দোকান এবং ক্যা্ফেটিও স্পষ্টতই বেসামরিক ছিল।

নিহতদের মধ্যে গ্রামের এক নেতা, চার সন্তানের বাবা-মা এবং এক নিহত সৈনিকের স্ত্রী ও ছেলে রয়েছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, রাশিয়ার নতুন সাইলো-ভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যুদ্ধের জন্য প্রায় প্রস্তুত।

নেটো সামরিক মিত্রদের কাছে কোড "শয়তান" নামে পরিচিত, সারমত ক্ষেপণাস্ত্রগুলির উৎক্ষেপণে খুবই কম সময় লাগে বলে জানা গেছে। যার ফলে নজরদারি সিস্টেমগুলি তাদের উড্ডয়ন ট্র্যাক করতে সমস্যায় পড়ে।

শুক্রবার রুশ পার্লামেন্টের স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন বলেন, আইনপ্রণেতারা বিশ্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা সিটিবিটি অনুমোদন বাতিল করা যায় কিনা তা পুনর্বিবেচনা করবেন।

১৯৯৬ সালে বিশ্বের যে কোনো স্থানে “পারমাণবিক অস্ত্র পরীক্ষা বা অন্য যেকোনো পারমাণবিক বিস্ফোরণ” নিষিদ্ধ করার চুক্তিতে ১৮৭টি দেশ স্বাক্ষর করলেও যুক্তরাষ্ট্রসহ আটটি দেশ তা অনুমোদন করেনি। কিন্তু ১৯৯২ সাল থেকে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণের উপর স্থগিতাদেশ পালন করেছে। যা তারা মেনে চলবে বলে জানিয়েছে।

কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট-ব্যান ট্রিটি অর্গানাইজেশনের নির্বাহী সচিব রবার্ট ফ্লয়েড এক বিবৃতিতে বলেন, "যদি কোনো রাষ্ট্র সিটিবিটি অনুমোদনের বিষয়টি পুনর্বিবেচনা করে তবে তা হবে উদ্বেগজনক ও অত্যন্ত দুর্ভাগ্যজনক।"

ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখা পশ্চিমাদের নিরুৎসাহিত করার জন্যই রাশিয়া পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারে বলে ব্যাপক উদ্বেগ রয়েছে।

রয়টার্স এবং এপি থেকে এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য নেয়া হয়েছে।

XS
SM
MD
LG