অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প


আফগানরা হেরাত প্রদেশের জেন্দা জান জেলায় এক কবরস্থানে ভূমিকম্পে নিহত আত্মীয়দের জন্য গণকবর খুঁড়ছে। ৯ অক্টোবর, ২০২৩।
আফগানরা হেরাত প্রদেশের জেন্দা জান জেলায় এক কবরস্থানে ভূমিকম্পে নিহত আত্মীয়দের জন্য গণকবর খুঁড়ছে। ৯ অক্টোবর, ২০২৩।

বুধবার পশ্চিম আফগানিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ওই এলাকায় চারদিন আগে ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বুধবারের ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের কেন্দ্র ছিল হেরাত শহরের প্রায় ২৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

শনিবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এই এলাকায় এখনো ত্রাণ এবং অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত থাকায় নতুন এই ভূমিকম্পে মৃত্যুর তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।

বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় এই সপ্তাহে অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG