অ্যাকসেসিবিলিটি লিংক

গাজা উপত্যকার জন্য মানবিক করিডোরের আহ্বান জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি


২০২৩ সালের ১০ অক্টোবর গাজা শহরে ইসরাইলের বিমান হামলার পর ধ্বংসস্তূপ থেকে একজন ফিলিস্তিনি ব্যক্তি তার জিনিসপত্র উদ্ধার করছেন।
২০২৩ সালের ১০ অক্টোবর গাজা শহরে ইসরাইলের বিমান হামলার পর ধ্বংসস্তূপ থেকে একজন ফিলিস্তিনি ব্যক্তি তার জিনিসপত্র উদ্ধার করছেন।

মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচি গাজা উপত্যকার জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে এবং তাদের কর্মীদের ও প্রয়োজনীয় সহায়তা নিরাপদে পৌঁছানোর জন্য আবেদন করেছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি এক বিবৃতিতে বলেছে, তারা গাজা এবং পশ্চিম তীরে আট লাখের বেশি মানুষকে, যারা খাদ্য,পানীয় এবং প্রয়োজনীয় পণ্যের অভাবে রয়েছে তাদের খাদ্য সহায়তা প্রদানের জন্য জরুরি তত্পরতা শুরু করেছে, ।

বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে, তারা ইতোমধ্যে গাজায় বাস্তুচ্যুত-মানুষদের আশ্রয়কেন্দ্রে থাকা ৭৩,০০০ মানুষের মধ্যে খাদ্যপণ্য বিতরণ করেছে।

গাজা এবং ইসরাইলের মধ্যে সমস্ত সীমান্ত এবং তল্লাশি চৌকি বন্ধ রয়েছে। ডব্লিউএফপি বলেছে, এই অবস্থা সহায়তার প্রবেশকে বাধাগ্রস্ত করে সংকট আরও বাড়িয়ে তুলেছে।

সংস্থাটি বলেছে, যদি এটি মানবিক করিডোরের মাধ্যমে তাদের মওজুদ আরও বাড়াতে পারে, তাহলে তারা ৩ লাখ মানুষের জন্য খাদ্য বিতরণে সক্ষম হবে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানবিক সমন্বয়কারী লিন হেস্টিংস বলেন, গাজায় দিনে মাত্র তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎ থাকে। এর ফলে স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত হয়। গাজার হাসপাতালগুলো হতাহত মানুষে ভর্তি, চিকিৎসা সেবা সে তুলনায় অপরতুল। অ্যাম্বুলেন্সের জ্বালানিও ফুরিয়ে যাচ্ছে।

হেস্টিংস বলেন, গাজার ২২ লাখ বাসিন্দার মধ্যে অন্তত ২ লাখ বাসিন্দা এই যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইসরাইল এবং গাজা উভয় দেশের স্বাস্থ্য কর্মকর্তাদের সহায়তা করার প্রস্তাব দিয়েছে।

XS
SM
MD
LG