অ্যাকসেসিবিলিটি লিংক

ঐতিহাসিক আদিবাসী গণভোটের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ( মাঝখানে) মধ্য অস্ট্রেলিয়ার উলুরু কাটা জুটা জাতীয় উদ্যানে অস্ট্রেলিয়ার আদিবাসী নেতাদের সাথে একটি বৈঠকে অংশ নিতে যাচ্ছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ( মাঝখানে) মধ্য অস্ট্রেলিয়ার উলুরু কাটা জুটা জাতীয় উদ্যানে অস্ট্রেলিয়ার আদিবাসী নেতাদের সাথে একটি বৈঠকে অংশ নিতে যাচ্ছেন।

অস্ট্রেলিয়ার সংবিধানে ফার্স্ট নেশনস নাগরিকদের স্বীকৃতি দেওয়ার বিষয়ে শনিবার সেখানে একটি গণভোট অনুষ্ঠিত হবে।

প্রস্তাবটি ফেডারেল পার্লামেন্টকে আইন ও নীতি নির্ধারণে সহায়তা করার জন্য ইনডিজেনাস ভয়েস নামে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠনে সহায়তা করবে।

এই পদক্ষেপের সমালোচকরা জোর দিয়ে বলেছেন, এটি বিভাজনমূলক হবে । আদিবাসী সম্প্রদায়ের অসুবিধাগুলি মোকাবেলায় এর ভূমিকা খুব কম বলেই তারা মন্তব্য করেন।

অস্ট্রেলিয়ার সংবিধান তার আদি অধিবাসীদের স্বীকৃতি দেয় না।

সংস্কারের সমর্থকরা অ্যাবরেজিনাল অ্যান্ড টোরেস স্ট্রেইট আইল্যান্ডার ভয়েস প্রতিষ্ঠার জন্য, জাতির প্রতিষ্ঠার মূল দলিলটি পরিবর্তন করতে চায়।

এটি ফার্স্ট নেশনস অস্ট্রেলিয়ানদের একটি কমিটি হবে যা ফেডারেল পার্লামেন্টকে সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলিকে প্রভাবিত করে এমন আইন এবং নীতি গঠনে সহায়তা করতে পরামর্শ দেবে।

আদিবাসীরা অস্ট্রেলিয়ার জনসংখ্যার মাত্র ৩% এর সামান্য বেশি। তবে কয়েক দশক ধরে তাদের জন্য কয়েকশ কোটি ডলার ব্যয় করার নীতি গ্রহন করা সত্ত্বেও, তারা অসামঞ্জস্যপূর্ণভাবে অসুস্থতা, দারিদ্র্য, বেকারত্ব এবং কারাবাসের উচ্চ হারে ভুগছে।

গড়ে, ফার্স্ট নেশনস অস্ট্রেলিয়ানরা অন্যান্য গোষ্ঠীর তুলনায় আট বছর কম বাঁচে।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, এই ভয়েস অস্ট্রেলিয়ার মূল বাসিন্দাদের জীবনে একটি ইতিবাচক এবং ব্যবহারিক পরিবর্তন আনবে।

তবে জনমত জরিপে আলবানিজের “হ্যাঁ” প্রচারণা পিছিয়ে আছে। তবে প্রধানমন্ত্রী স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

XS
SM
MD
LG