বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যের পক্ষগুলোকে সংঘাত ছড়ানো বন্ধ করতে অনুরোধ জানিয়েছেন। দক্ষিণ লেবানন থেকে গুলি বর্ষিত হওয়ায় উত্তর ইসরাইলের বাসিন্দারা আশ্রয় নিয়েছে।
ইরান সমর্থিত লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের নিয়ন্ত্রণে রয়েছে। হামাসকে সমর্থন করার জন্য এটি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ২০০৬ সালে ইসরাইল এবং হিজবুল্লাহ লেবাননে ৩৩ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছিল।
গাজা ২২ লাখের বেশি ফিলিস্তিনের আবাসস্থল। সেখানে বসবাসরত বেসামরিক নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ পৌঁছাতে জাতিসংঘের কর্মকর্তারা মানবিক করিডোরের আবেদন করেছেন।
গুতেরেস বলেন, "আমাদের এখন ত্বরিৎ এবং নিরবচ্ছিন্ন মানবিক লভ্যতা প্রয়োজন।" "নষ্ট করার মতো সময় নেই।""
তিনি গাজার সাথে রাফাহর অভিন্ন সীমান্ত ক্রসিং-এর মাধ্যমে ত্রাণ সহায়তা সহজতর করার জন্য এবং এল আরিশ বিমানবন্দর ব্যবহার করতে দেয়ায় মিশরকে ধন্যবাদ জানান।
এছাড়াও বুধবার জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ আগামী তিন মাস তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ১০ কোটি ৪০ লাখ ডলারের আবেদন জানিয়েছে। ইউএনআরডব্লিউএ ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা করার জন্য কাজ করে।
ইউএনআরডব্লিউএ বলছে, গাজা এবং বৃহত্তর সম্প্রদায়ের আশ্রয়কেন্দ্রে পাঁচ লাখ ফিলিস্তিনির তাৎক্ষণিক আশ্রয়, খাদ্য এবং সুরক্ষার প্রয়োজনে এই অর্থের প্রয়োজন।
গাজায় এই সংস্থাটি ১৩ হাজার কর্মী রয়েছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি। তারা জানিয়েছে, শনিবার থেকে তাদের ১১ জন কর্মী এবং ৩০ জন ছাত্র নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।