অ্যাকসেসিবিলিটি লিংক

বেলগোরোডে ইউক্রেনের ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া; তিনজন নিহত


একটি ভিডিও থেকে নেয়া এই ছবিতে দেখা যাচ্ছে লোকজন হাতের ইশারায় রাশিয়ার বেলগোরোড অঞ্চলে একটি ক্ষতিগ্রস্ত ভবনের দিকে ইঙ্গিত করছে। ২২ মে ২০২৩।
একটি ভিডিও থেকে নেয়া এই ছবিতে দেখা যাচ্ছে লোকজন হাতের ইশারায় রাশিয়ার বেলগোরোড অঞ্চলে একটি ক্ষতিগ্রস্ত ভবনের দিকে ইঙ্গিত করছে। ২২ মে ২০২৩।

বৃহস্পতিবার রাশিয়ার একজন কর্মকর্তা বলেছেন, রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের একটি বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ায় তিনজন নিহত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে বলেছেন, ধ্বংসাবশেষ পড়ে একটি বাড়ি ধ্বংস হয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, তারা ইউক্রেনের একটি ড্রোন হামলা ঠেকিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেলগোরোডে একটি ড্রোন ভূপাতিত করেছে।

ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার অঞ্চলগুলোর মধ্যে বেলগোরোড অন্যতম।

বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়া রাতভর ৩৩টি ড্রোন দিয়ে একাধিক অঞ্চলকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে এবং ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৮টি আকাশযান ধ্বংস করেছে।

নির্ধারিত লক্ষ্যবস্তু অঞ্চলগুলোর মধ্যে একটি ছিল দক্ষিণ ইউক্রেনের ওডেসা। কর্মকর্তারা সেখানে বন্দর অবকাঠামো এবং আবাসিক ভবনগুলোর ক্ষতির কথা জানিয়েছেন। অন্তত একজন আহত হয়েছেন।

ওডেসা প্রায়ই রাশিয়ার বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG