অ্যাকসেসিবিলিটি লিংক

হামাসকে নিন্দা জানাতে ‘নৈতিক স্বচ্ছতা’র কথা বললেন ব্লিংকেন ও নেতানিয়াহু


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু তেল আবিবে তাঁদের বৈঠকের পর কিরিয়াতে মিডিয়াকে বিবৃতি দিচ্ছেন ; এই কিরিয়াতেই রয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রক। ১২ অক্টোবর, ২০২৩।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু তেল আবিবে তাঁদের বৈঠকের পর কিরিয়াতে মিডিয়াকে বিবৃতি দিচ্ছেন ; এই কিরিয়াতেই রয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রক। ১২ অক্টোবর, ২০২৩।

হামাস জঙ্গি গোষ্ঠীর আকস্মিক ভয়াবহ হামলার নিন্দা জানাতে গোটা বিশ্বের সব দেশগুলিকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তাঁরা বলেছেন, এটা “নৈতিক স্বচ্ছতা”র মুহূর্ত।

তেল আবিবে বৃহস্পতিবার সংবাদদাতাদের সঙ্গে কথা বলতে গিয়ে নেতানিয়াহু এই সংকটের মধ্যে ইসরাইলে আসার জন্য ও আমেরিকার সমর্থনের জন্য ব্লিংকেনকে ধন্যবাদ জানিয়েছেন। নেতানিয়াহু হামাসের হামলার বিবরণ দিয়েছেন আবেগঘনভাবে। এই হামলায় এক হাজারের বেশি ইসরাইলির মৃত্যু হয়েছে।

নেতানিয়াহু বলেন, “মানুষকে জীবন্ত পুড়িয়ে দেওয়া, মুণ্ডুচ্ছেদ করা, এক কিশোরকে অপহরণ করা, শুধু অপহরণ নয়—নিগ্রহ করা ও জখম করা হয়েছে। তবে, এই হামলা ও এই বিভীষিকার উদযাপনের কদর্য প্রদর্শনী, অশুভকে উদযাপন ও মহিমান্বিত করা হচ্ছে। একে নিছক অশুভ বলে অভিহিত করে প্রেসিডেন্ট বাইডেন একেবারের যথার্থ কথাই বলেছেন।“

আজ সকালের দিকে ইসরাইলে হাজির হয়ে ব্লিংকেন প্রসঙ্গত ব্যক্তিগত বিষয় দিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, এই গুরুতর সময়ে তিনি ইসরাইলে এসেছেন একজন ইহুদি হিসেবে এবং একজন স্বামী ও বাবা হিসেবে।

তিনি আরও বলেন, “আপনারা প্রধানমন্ত্রীর কথা শুনেছেন যে, এটা অবশ্যই নৈতিক স্বচ্ছতার মুহূর্ত। সন্ত্রাসবাদকে দ্ব্যর্থহীন ভাবে নিন্দা করতে ব্যর্থ হলে তা শুধু ইসরাইলের মানুষকে নয়, সেই সঙ্গে সব জায়গার মানুষকেই ঝুঁকিতে ফেলবে।“

ব্লিংকেন বলেন, হামাসের হামলায় গোটা বিশ্ব আক্রান্ত।

এখানে উল্লেখ করা যেতে পারে যে যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে । ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG