অ্যাকসেসিবিলিটি লিংক

বেলুচ জঙ্গিরা ৬ পাকিস্তানি শ্রমিককে হত্যা করলো


বেলুচিস্তান, পাকিস্তান।
বেলুচিস্তান, পাকিস্তান।

পাকিস্তানের পুলিশ শনিবার জানিয়েছে যে আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণ -পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে রাতের বেলায় আক্রমণ চালিয়ে ৬ জন সির্মাণ কর্মীকে হত্যা এবং আরও ২ জনকে আহত করেছে।

প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এই প্রদেশের তুরবাত জেলায় এই গুলিচালনার ঘটনা ঘটে। আক্রমণকারীরা পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাব থেকে আসা অধিবাসীদের উপর এই হামলা চালায় । পুলিম এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন এই ভুক্তভোগীরা রাতে ঘুমিয়ে ছিলেন যখন অজ্ঞাত আক্রমণকারীরা জোর করে তাদের ঘরে প্রবেশ করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

পাকিস্তানের তত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার সামাজিক মাধ্যম এক্স এ বলেন, “ তুরবাতে নিরীহ শ্রমিকদের উপর এই সন্ত্রাসী হামলার কথা শুনে আমি গভীর ভাবে মর্মাহত । আমরা এই জঘন্য ঘটনার নিন্দে করছি এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একতাবদ্ধ রয়েছি। তিনি হতাহতদের পরিবারের প্রতি তাঁর শোক জ্ঞাপন করেন।

জাতিগোষ্ঠীগত জঙ্গি গ্রুপ তথাকথিত বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ এই প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে। বিএলএ এবং বেলুচ বিদ্রোহীরা পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং দেশের অন্যান্য স্থান থেকে আসা বসতিকারীদের উপর হামলা চালিয়ে থাকে।

XS
SM
MD
LG