অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট


বেইজিংয়ে বেল্ট অ্যান্ড রোড ফোরামের সাইডলাইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । (১৭ অক্টোবর, ২০২৩)
বেইজিংয়ে বেল্ট অ্যান্ড রোড ফোরামের সাইডলাইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । (১৭ অক্টোবর, ২০২৩)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বেইজিং পৌঁছেছেন।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ'-এর দশম বর্ষপূর্তি উপলক্ষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজিত একটি ফোরামে যোগ দেবেন পুতিন। এটি এমন একটি প্রোগ্রাম যা চীন এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং পূর্ব ও দক্ষিণ ইউরোপের কিছু অংশ জুড়ে বিশাল অবকাঠামো প্রকল্প নির্মাণের জন্য ব্যবহার করে।

ক্রেমলিন জানিয়েছে, বুধবার ফোরামের সাইডলাইনে পুতিন ও শি'র বৈঠক হওয়ার কথা রয়েছে।

গত বছর রুশ সৈন্যরা ইউক্রেন আক্রমণ করার কয়েক সপ্তাহ আগে দুই নেতা দ্বিপাক্ষিক "সীমাহীন" সম্পর্কের ঘোষণা দিয়ে একটি অঙ্গীকারে স্বাক্ষর করেছিলেন। পশ্চিমা দেশগুলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে বেইজিং মস্কোর সবচেয়ে নির্ভরযোগ্য অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার হয়ে উঠে।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG