যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, বাইডেন প্রশাসন প্রতিশ্রুত যুক্তরাষ্ট্রে নির্মিত এম ওয়ান এ ওয়ান আব্রামস ট্যাঙ্কগুলো ইউক্রেনে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইউরোপ এবং আফ্রিকার মুখপাত্র কর্নেল মার্টিন ও’ডনেল ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, ইউক্রেনীয়রা যারা জার্মানিতে যুক্তরাষ্ট্রের বাহিনীর কাছে এই ট্যাঙ্কের প্রশিক্ষণ নিয়েছিল তারাও গোলাবারুদ এবং খুচরা ট্যাঙ্কের যন্ত্রাংশসহ ইউক্রেনে ফিরে গেছে।
সেনা কর্মকর্তারা বলছেন, অ্যাব্রামস ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্রে পাঠানোর আগে সময় লাগতে পারে। ইউক্রেন সেনারা নিশ্চিত করেছে যে, তাদের অস্ত্রের প্রয়োজন আছে এবং রুশ বাহিনীর বিরুদ্ধে সর্বোচ্চ লড়াইয়ের জন্য কখন ও কোথায় ট্যাঙ্কগুলো ব্যবহার করতে হবে তা নির্ধারণ করা হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, আমেরিকার তৈরি ৩১টি আব্রামস ট্যাঙ্কের মধ্যে প্রথমটি গত মাসের শেষের দিকে ইউক্রেনে সরবরাহ করা হয়েছিল।
ইউক্রেনে এমন সময়ে আব্রামস ট্যাঙ্কের আগমন ঘটে যখন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে একটি প্যাকেজে ইউক্রেনের জন্য ২০ কোটি ডলার পর্যন্ত অতিরিক্ত সামরিক সহায়তা প্রদান করেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া বিনা উস্কানিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেনকে প্রায় ৪ হাজার ৪শ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।