বেলজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ব্রাসেলসে সোমবারের ভয়াবহ সন্ত্রাসী হামলায় সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।
মঙ্গলবার নগরীর শেরবিক এলাকা থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা অপেশাদার ভিডিওতে দেখা যায়, কমলা রঙের পোশাক পরিহিত এক ব্যক্তি স্কুটারে চড়ে ব্যস্ত রাস্তায় বন্দুক বের করে পথচারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়ছে।
হামলায় দুই সুইডিশ নাগরিক নিহত এবং তৃতীয় এক ব্যক্তি গুরুতর আহত হন।
সন্দেহভাজন বন্দুকধারী ৪৫ বছর বয়সী এক তিউনিসীয় নাগরিক, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হামলার দায় স্বীকার করেছেন। তিনি সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) থেকে অনুপ্রাণিত বলেও জানান।
মুসলিমদের পবিত্র গ্রন্থ কুরআন পুড়িয়ে দেয়ার পর গত আগস্টে সুইডেন তাদের সন্ত্রাসী সতর্কতা ব্যবস্থাকে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে। সেই ঘটনায় ইসলামি চরমপন্থীদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।
কর্তৃপক্ষ বলছে, ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের সঙ্গে এই হামলার কোনো সম্পর্ক নেই।
এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।