ইউক্রেনের কর্মকর্তারা বুধবার জানিয়েছেন, জাপোরিঝিয়া শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, ক্ষেপণাস্ত্রটি একটি পাঁচতলা আবাসিক ভবনে আঘাত হানে এবং আটটি অ্যাপার্টমেন্ট ধ্বংস করে দেয়।
জেলেন্সকি বলেন, “এই অশুভ রাষ্ট্র সন্ত্রাসের ব্যবহার অব্যাহত রেখেছে এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে”।
জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর ইউরি মালাশকো বলেন, রাশিয়া বুধবার ভোরে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাছাড়াও ওই এলাকায় রুশ ড্রোন ও আর্টিলারি ফায়ারও চালানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো বলেছেন, রাশিয়ার আরেক হামলায় এক নারী নিহত ও চারজন আহত হয়েছেন।
এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।