গাজার একটি হাসপাতালে মারাত্মক বিস্ফোরণ সমগ্র অঞ্চল জুড়ে বিক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরাইলের এক অভিযানে এই হামলা পরিচালনা করা হয়। এই অভিযানের জন্য ইসরাইল ইসলামিক জিহাদ গ্রুপের জঙ্গিদেরকে দোষারোপ করে।
গাজায় হামাস-চালিত স্বাস্থ্য মন্ত্রক বলেছে, মঙ্গলবারের বিস্ফোরণে ৫০০ জন নিহত হয়েছে। এতে লেবাননের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে রয়েছে বৈরুতে ফরাসি দূতাবাস এবং শহরের বাইরে যুক্তরাষ্ট্রের দূতাবাস।
লেবাননের ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার নিন্দা জানিয়ে বুধবার একটি "ক্ষোভ দিবস" ডেকেছে।
বিক্ষোভকারীরা তুরস্ক এবং জর্ডানে ইসরাইলের দূতাবাসের পাশাপাশি ইরানের রাজধানীতে ব্রিটিশ ও ফরাসি দূতাবাস এবং তিউনিসিয়ার ফরাসি দূতাবাসের বাইরেও জড়ো হয়েছিল।
পশ্চিম তীরে ফিলিস্তিনি বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে যারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরোধিতা করে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।