- গাজা শহরের আহলি আরব হাসপাতালে রকেট হামলায় শতাধিক নিহত। ফিলিস্তিনি জঙ্গিদের ওপর বিস্ফোরণের দায় চাপিয়েছে ইসরাইল; ফিলিস্তিনের ইসলামিক জিহাদের মুখপাত্র এই দায় অস্বীকার করেছেন।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল সফরে গিয়েছেন, তার জর্ডান সফর স্থগিত।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মানবিক বিরতির আহ্বান জানিয়ে প্রস্তাবে ভোট দেবে।
- ১৪০০ জনের বেশি ইসরাইলি এবং ৩০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র গাজা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের জন্য ১০ কোটি ডলার ত্রাণ সহায়তা প্রদান করছে। এই তহবিল ১০ লাখের বেশি বাস্তুচ্যুত এবং সংঘাতে আক্রান্ত মানুষের বিশুদ্ধ পানি, স্বাস্থ্যবিধি সহায়তা, চিকিৎসা সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্র জাতিসংঘের সংস্থা এবং আন্তর্জাতিক এনজিওসহ বিশ্বস্ত অংশীদারদের মাধ্যমে ত্রাণ সহায়তা প্রদান করে থাকে।
এতে আরও বলা হয়, হামাসের ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বেসামরিক নাগরিকদের ওপর দায় চাপানো উচিত নয় এবং এজন্য তাদের ভোগাও অনুচিত। বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করতে হবে এবং যাদের প্রয়োজন অবিলম্বে তাদের কাছে সহায়তা পৌঁছাতে হবে। যুদ্ধের আইন বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিতে, যারা সুরক্ষা পেতে বা সহায়তা দেয়ার চেষ্টা করছে তাদের সমর্থন করতে এবং খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়ের লভ্যতা সহজতর করতে আমরা এই অঞ্চলের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবো।
গাজার একটি হাসপাতালে ব্যাপক বিস্ফোরণ এবং তুমুল সংঘর্ষের মধ্যে বাইডেন বুধবার ইসরাইলে পৌঁছেছেন। এই বিস্ফোরণে শত শত মানুষ নিহত হয় এবং এটি পুরো অঞ্চল জুড়ে পারস্পরিক দোষারোপ ও বিক্ষোভের প্রতিযোগিতামূলক অভিযোগকে উস্কে দিয়েছে।
দীর্ঘদিনের মিত্রের প্রতি সমর্থন দেখিয়ে বাইডেন ইসরাইলের পাশে রয়েছে। ইসরাইল তাদের ওপর আরোপিত দোষ অস্বীকার করে বলেছে, আধাসামরিক ইসলামিক জিহাদ বাহিনীর নিক্ষেপ করা একটি রকেট হাসপাতালে আঘাত করেছে। জঙ্গি গোষ্ঠীটি এই দায় অস্বীকার করেছে।
বাইডেন তাদের দ্বিপাক্ষিক বৈঠক শুরু করার সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, "গতকাল গাজায় হাসপাতালের বিস্ফোরণে আমি গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। আমি যা দেখেছি তার ওপর ভিত্তি করে মনে হচ্ছে, এটি অন্য দল করেছে, আপনি নন। কিন্তু অনেক মানুষ রয়েছে যারা এ ব্যাপারে নিশ্চিত নয়, তাই আমাদের অনেক কিছু করণীয় রয়েছে- আমাদের অনেক কিছু কাটিয়ে উঠতে হবে।"
ভয়েস অফ আমেরিকার প্রশ্ন ছিল যে, "অন্য দল" বলতে বাইডেন কাদেরকে বোঝাতে চেয়েছেন এবং হামলাকারীদের নিয়ে প্রেসিডেন্টের মূল্যায়ন সম্পর্কে তারা কোনো প্রমাণ সরবরাহ করবে কিনা। হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে ভয়েস অফ আমেরিকার প্রশ্নের উত্তর দেয়নি। মঙ্গলবার ইসলামিক জিহাদ বিস্ফোরণের দায় অস্বীকার করেছে।
তেল আবিব থেকে বাইডেনের আম্মানে যাওয়ার কথা ছিল। সেখানে তার জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে গাজাবাসীর জন্য মানবিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু বিস্ফোরণের পর এই আলোচনা এবং জর্ডান সফর বাতিল হয়ে যায়।
হামাস জঙ্গিরা গাজা শহরের আহলি আরব হাসপাতালে বিস্ফোরণের জন্য ইসরাইলকে দায়ী করে। তারা বলেছে, এটি "গণহত্যার অপরাধ যা পুনরায় এই অপরাধী শত্রু এবং এর ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সরকারের কুৎসিত চেহারা প্রকাশ করে।"
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী তাদের ওপর আরোপিত দায় অস্বীকার করে বলেছে, ভুলে আধাসামরিক বাহিনী ইসলামিক জিহাদ বাহিনীর নিক্ষেপ করা একটি রকেট হাসপাতালে আঘাত করেছে। জঙ্গি গোষ্ঠীটি এই দায় অস্বীকার করেছে।
বুধবার আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ইসরাইলি বিমান হামলায় কোনো ভবন বা কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। তিনিও নিহতের সংখ্যা বৃদ্ধির জন্য হামাসকে অভিযুক্ত করেছেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যাতে হামাস তাদের আটকে রাখা জিম্মিদের মুক্তি দিতে পারে এবং যাতে ইসরাইল অবাধ ত্রাণ সহায়তা গাজায় পৌঁছানোর অনুমতি দেয়।