অ্যাকসেসিবিলিটি লিংক

অজস্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া, জানালো ইউক্রেন


ইউক্রেনের ডিপ্রোপেট্রোভস্ক এলাকায় ওবুখিবকা গ্রামে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন দেখছেন স্থানীয়রা। ১৮ অক্টোবর, ২০২৩।
ইউক্রেনের ডিপ্রোপেট্রোভস্ক এলাকায় ওবুখিবকা গ্রামে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন দেখছেন স্থানীয়রা। ১৮ অক্টোবর, ২০২৩।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, ইউক্রেনের চারটি অঞ্চলের উপর এক রাতের মধ্যে রাশিয়া অজস্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে। তবে, এদের অধিকাংশকেই প্রতিরোধ ও ধ্বংস করেছে বিমান প্রতিরক্ষা বাহিনী।

সামরিক বাহিনী বৃহস্পতিবার বলেছে, মোট ১৭টি ড্রোন দনেৎস্ক, মিকোলেইভ, সুমি, দিপ্রোপেট্রোভস্ক ও জাপরিঝিয়ার পরিকাঠামো, বেসামরিক নাগরিক ও সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে নিক্ষেপ করা হয়েছে।

সামরিক বাহিনী আরও বলেছে, ইউক্রেনের বাহিনী তিনটি ড্রোন ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রকে গুলি করে নামিয়েছে। এ পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের কর্মকর্তারা বুধবার বলেছিলেন, একটি রুশ ক্ষেপণাস্ত্র বসতি এলাকায় আঘাত হানে এবং এই ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়। ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রক জানায়, মিকোলেইভ অঞ্চলে একটি খাবারের দোকানে আঘাত হানে ওই ক্ষেপণাস্ত্র।

আঞ্চলিক গভর্নর ভিটালি কিম বলেন, স্টিপোভ গ্রামে এই হামলা চালানো হয় এবং আবাসিক ভবন ও কৃষি বিপণি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার সকালের দিকে জাপরিঝিয়ার আবাসিক ভবনে আরও একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বুধবার নৈশকালীন ভাষণে বলেন, এই হামলায় পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন।

অভ্যন্তরীণ মন্ত্রী আইহোর ক্লিমেঙ্কো বলেন, দিপ্রোপেট্রোভস্কে আরেক রুশ হামলায় এক নারীর প্রাণ গেছে এবং আরও চারজন আহত হয়েছেন।

XS
SM
MD
LG