অ্যাকসেসিবিলিটি লিংক

গাজার হাসপাতালে হামলার প্রতিবাদে জর্ডানে ব্যাপক বিক্ষোভ


গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আম্মানে ইসরাইলি দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ। ১৮ অক্টোবর ২০২৩।
গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আম্মানে ইসরাইলি দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ। ১৮ অক্টোবর ২০২৩।

গাজার হাসপাতালে বোমা হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র দেশ জর্ডানের রাস্তায় রাস্তায় তীব্র বিক্ষোভ বৃহস্পতিবার অব্যাহত ছিল। সেখানে ফিলিস্তিনি বংশোদ্ভূত একটা বড় জনগোষ্ঠীর বসবাস।

বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট বাইডেন এবং আরব নেতাদের মধ্যে জর্ডানে যে শীর্ষ সম্মেলন হবার কথা ছিল, তা হয়তো গাজার জন্য মানবিক করিডোর নিশ্চিৎ করতে পারতো।

বুধবার তেল আবিব সফরের পর বাইডেনের জর্ডান যাওয়ার কথা ছিল। সেখানে তার জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে গাজাবাসীর জন্য মানবিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু গাজার হাসপাতালে বিস্ফোরণের পর এই আলোচনা এবং জর্ডান সফর বাতিল হয়ে যায়।

যুক্তরাষ্ট্রে অ্যাপেলেচিয়ান স্টেট ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ কার্টিস রায়ান ভয়েস অফ আমেরিকাকে বলেন, আহলি আরব হাসপাতালে বোমা হামলায় কয়েক শ মানুষ নিহত হবার পর জর্ডানে ব্যাপক বিক্ষোভ আর তিন দিনের জাতীয় শোক ঘোষিত হওয়ায় বাইডেনের সাথে শীর্ষ সম্মেলন করা কঠিন হয়ে যায়।

তিনি বলেন, এই শীর্ষ সম্মেলন মিশর, জর্ডান, যুক্তরাষ্ট্র এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে একসাথে করতে পারতো। গাজার জন্য মানবিক করিডোর এবং ঐ তিন পক্ষ, বিশেষ করে জর্ডানের কাছ থেকে বাইডেন যুদ্ধ বিরতি সংক্রান্ত একটা বার্তা পেতে পারতেন।

রায়ান মনে করেন, গাজায় ইসরাইলের সম্ভাব্য স্থল আক্রমণ আরও বিক্ষোভের সৃষ্টি করবে।

XS
SM
MD
LG