অ্যাকসেসিবিলিটি লিংক

“প্রায় প্রতিদিনই দখলদারদের ধ্বংস” ডেকে আনার জন্য সামরিক বাহিনীকে ধন্যবাদ জানালেন জেলেন্সকি


ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ইউক্রেনের মাইকোলাইভের একটি হাসপাতাল পরিদর্শন করার সময় আহত ইউক্রেনীয় সেনা সদস্যদের পুরস্কৃত করেছেন, ২০ অক্টোবর, ২০২৩। (রয়টার্সের মাধ্যমে ইউক্রেনীয় প্রেসিডেন্টের প্রেস সার্ভিস)
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ইউক্রেনের মাইকোলাইভের একটি হাসপাতাল পরিদর্শন করার সময় আহত ইউক্রেনীয় সেনা সদস্যদের পুরস্কৃত করেছেন, ২০ অক্টোবর, ২০২৩। (রয়টার্সের মাধ্যমে ইউক্রেনীয় প্রেসিডেন্টের প্রেস সার্ভিস)

শুক্রবার তার দৈনিক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি দক্ষিণ ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, "তারা তাদের ভূমি ধরে রেখেছে এবং দিনের পর দিন দখলদারদের ধ্বংস করছে।”

তিনি আরও বলেন, “আজকাল রাশিয়ার ক্ষতি দেখাটা আনন্দের, দখলদারদের এই রকম ক্ষতিই ইউক্রেনের প্রয়োজন”।

এদিকে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে তাদের দৈনিক গোয়েন্দা আপডেটে বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি নতুন ঘোষণা দিয়েছেন। এতে রাশিয়া বিমান থেকে নিক্ষেপণযোগ্য কিনঝাল ক্ষেপণাস্ত্র সজ্জিত ইন্টারসেপ্টার বিমান দিয়ে কৃষ্ণ সাগরের পূর্বাঞ্চলে যুদ্ধবিমান টহল শুরু করবে বলে জানা গেছে।

ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উপস্থিতির প্রতিক্রিয়ায় বিমান থেকে নিক্ষেপণযোগ্য কিনঝাল ক্ষেপণাস্ত্র সজ্জিত ইন্টারসেপ্টর বিমান দিয়ে পূর্ব কৃষ্ণ সাগরে ফাইটার টহল পরিচালনা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, "পুতিনের এই ঘোষণা রাশিয়ার অভ্যন্তরীণ শ্রোতাদের লক্ষ্য করে প্রচলিত রুশ বাগাড়ম্বরের মতোই।” তারা পশ্চিমাদের আগ্রাসনকারী বলছে এবং রাশিয়ার কার্যকলাপকে "রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজনীয়" বলে অভিহিত করছে।

কিনঝাল ক্ষেপণাস্ত্রটির “সক্ষমতা কাগজে কলমে অনেক বেশি” বলা হলেও বাস্তবে এর কার্যকারিতা “খুব সামান্যই” বলেই জানিয়েছে বিটিশ মন্ত্রক।

XS
SM
MD
LG