অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় ত্রাণ সামগ্রী; যুদ্ধ বিরতি বিষয়ে বিশ্ব-নেতাদের আলোচনা


কায়রোর অদূরে আন্তর্জাতিক শান্তি সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল সিসি (ডানে) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে স্বাগত জানাচ্ছেন। অক্টোবর ২১, ২০২৩ ( এপি’র মাধ্যমে মিশরের প্রেসিডেন্টের মিডিয়া দপ্তর)
কায়রোর অদূরে আন্তর্জাতিক শান্তি সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল সিসি (ডানে) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে স্বাগত জানাচ্ছেন। অক্টোবর ২১, ২০২৩ ( এপি’র মাধ্যমে মিশরের প্রেসিডেন্টের মিডিয়া দপ্তর)

শনিবার মিশর থেকে ত্রাণ সামগ্রী নিয়ে ২০ টি ট্রাকের একটি যানবহর একদিকে যখন গাজা ভূখন্ডে প্রবেশ করলো, অন্যদিকে ঠিক তখন ইসরাইল ও হামাসের মধ্যকার ১৪ দিন ব্যাপী এই সংঘাতের অস্ত্র বিরতি বাস্তবায়ন বিষয়ে আলোচনার জন্য কায়রোতে আরব ও বিশ্ব নেতৃবৃন্দ মিলিত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল-সিসি আয়োজিত এই শান্তি সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বেসামরিক নাগরিকদের প্রয়োজন অনুযায়ী যথেষ্ট ত্রাণ পৌছে দেয়ার অক্ষমতা সম্পর্কে তাঁর হতাশা প্রকাশ করেন। তিনি শুক্রবার গাজার সঙ্গে মিশরের সীমান্ত পারাপার এলাকা পরিদর্শন করেন।

গুতেরেস বলেন , “ আমরা এমন একটি অঞ্চলে মিলিত হয়েছি যে অঞ্চলটি কষ্টে রয়েছে , পতনের দ্বারপ্রান্তে রয়েছে । এটি এমন একটি অঞ্চল যেখানে মানুষের কষ্টে হৃদয়ে মোচন দেয়া দৃশ্য রয়েছে।

তিনি বলেন “গতকাল আমি রাফাহ সীমান্ত পারাপার এলাকায় গিয়েছিলাম। সেখানে দেখলাম বাস্তবে মানুষের দূর্ভোগের চিত্র। অবাক করা এক বৈপরীত্য , একদিকে শত শত ট্রাক দাঁড়িয়ে আছে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে , অন্য দিকে দেখলাম মানুষের খালি পেট”।

জাতিসংঘের একজন ত্রাণ কর্মকর্তার হিসেব অনুযায়ী শনিবার যে ২০টি ট্রাক গাজা ভূখন্ডে প্রবেশ করে তাতে সেখানকার ২২ লক্ষ লোকের মাত্র ৩%’র লোকের প্রয়োজন মেটানো যেতে পারে।

এ দিকে শনিবার কায়রো সম্মেলনে জর্দানের বাদশাহ আব্দুল্লাহ ফিলিস্তিনি অসামরিক নাগরিকদের প্রতি যে আচরণ ইসরাইল করেছে সে জন্য তিনি ইসরাইলের তীব্র সমালোচনা করেন এবং ফিলিস্তিনিদের দূর্ভোগের ব্যাপারে তাঁর কথায় ,বিশ্ব -নেতাদের উপেক্ষা এবং আন্তর্জাতিক মানবিক আইন সম্পর্কে দু ধরণের মানের কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, “গাজায়, পশ্চিম তীরে এবং ইসরাইলে নিরীহ অসামরিক লোকজনের উপর এই সহিংসতা দেখে আমি ক্ষুব্ধ এবং শোকার্ত বোধ করছি। আমরা যখন কথা বলছি তখনও গাজায় যে বিরতিহীন বোমা বর্ষণ চলছে তা সর্বস্তরেই নৃশংস এবং বিবেকহীন কাজ । এ হচ্ছে অবরুদ্ধ ও অসহায় মানুষের উপর সম্মিলিত শাস্তি প্রদান । এটি আন্তর্জাতিক মানবিক আইনের নির্লজ্জ লংঘন”।

বহু ইউরোপীয় নেতা যাদের মধ্যে স্পেনের পেড্রো সানচেজ ইসরাইলে ৭ অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গ টেনে বলেন, “ হামলার বিরুদ্ধে নিজের সুরক্ষার অধিকার ইসরাইলের রয়েছে”। হামাসের ঐ হামলায় নারী ও শিশুসহ ইসরাইলের অসামরিক লোকজন নিহত হয় , অন্য অনেককে অপহরণ করা হয়।

সানচেজ বলেন, “ ইসরাইলের বিরুদ্ধে সংঘটিত এই সন্ত্রাসী হামলার আমরা কড়া ভাষায় নিন্দা জানাচ্ছি । আমরা এটাও স্বীকার করি যে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ইসরাইলের নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে”।

মিশরের প্রেসিডেন্ট গাজার এই সংঘাতকে, “ একটি নজিরবিহীন সংকট” বলে অভিহিত করেছেন যা কীনা, “ ঐ অঞ্চলের এবং গোটা বিশ্বের শান্তির প্রতি হুমকি”। তিনি বলেন, “ প্রথমেই আমাদের গাজাতে ত্রাণ পাঠাতে হবে এবং তার পর অবিলম্বে অস্ত্র বিরতির দিকে এগিয়ে যেতে হবে এবং পরিশেষে ইসরাইলে পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে”।

মিশরের প্রেসিডেন্ট জোর দিয়েই বলেন, “ গাজা থেকে মিশরের সাইনাইতে ফিলিস্তিদের ঠেলে দেয়ার বিষয়টি তিনি মনে নেবেন না। তিনি মনে করেন, “ এটি ৭৫ বছর ধরে চলে আসা ফিলিস্তিনিদের অধিকারের বিষয়টিকে বিলুপ্ত করবে। সেটা হতে পারে না , মিশরকে ব্যবহার করেতো নয়ই”।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদত আব্বাস তাঁর ফিলিস্তিনি মুক্তি সংস্থার দীর্ঘদিনের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেন, তাঁর কথায়, “ একটি ন্যায্য সমাধানের অভাবের ফল হচ্ছে সহিংসতা। তিনি বলেন এই ন্যায্য সমাধান হচ্ছে ইসরাইলি ও ফিলিস্তিনি রাষ্ট্রের পাশাপাশি অবস্থান।

মাহমুদ আব্বাস বলেন ফিলিস্তিনিরা, “ তাদের ভূমি ত্যাগ করতে যাচ্ছে না” এবং বলেন তারা , “ চলে যাবে না”।
এ দিকে শুক্রবার মুসলিম দেশগুলোর হাজার হাজার লোক গাজা ভূখন্ডে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা হামাস জঙ্গিদের হামলার পাল্টা জবাব হিসেবে গাজায় বিমান আক্রমণ বন্ধ করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানায়।

বিক্ষোভকারীরা আরব রাষ্ট্রগুলো এবং তার বাইরে ও সমবেত হয় যার মধ্যে ছিল মিশর, লেবানন, তুরস্ক, ইরাক, জর্দান, ইয়েমেন, মরক্কো, মালায়েশিয়া ও ইন্দোনেশিয়া।

XS
SM
MD
LG