অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলি বিমান হামলায় সিরিয়ার বিমানবন্দর ক্ষতিগ্রস্ত


ইসরাইলি ট্যাঙ্কগুলি দক্ষিণ ইসরাইলে গাজা উপত্যকার সাথে সীমান্তের কাছে অবস্থান করছে, ২২ অক্টোবর, ২০২৩।
ইসরাইলি ট্যাঙ্কগুলি দক্ষিণ ইসরাইলে গাজা উপত্যকার সাথে সীমান্তের কাছে অবস্থান করছে, ২২ অক্টোবর, ২০২৩।

· ইসরাইলি যুদ্ধবিমানগুলো রাতে দামেস্ক ও আলেপ্পোতে সিরিয়ার দুটি আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে।

· লেবাননের নিকটবর্তী ১৪টি ইসরাইলি সম্প্রদায়কে সরিয়ে নেওয়া হবে।

· গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৫

· ইসরাইলের সামরিক বাহিনী পশ্চিম তীরের একটি মসজিদে হামলা চালিয়েছে। তারা বলছে, সেখানে হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ "আসন্ন হামলার" পরিকল্পনা করছিল।

· ইসরাইল-ফিলিস্তিনি সহিংসতা নিয়ে কায়রো শীর্ষ সম্মেলনে কোনো ঐকমত্য হয়নি।

মানবিক সহায়তা পরিবহনের অনুমতি পাওয়ায় গাজা ও মিশরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং শনিবার খুলে দেওয়া হয়।

ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়, গাজায় ইসরাইলি বিমান হামলায় ১৯ জন নিহত হওয়ার পর ইসরাইল ও হামাসের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

ইসরাইল তাদের নাগরিকদের মিশর, জর্ডান এবং মরক্কো ভ্রমণ না করার পরামর্শ দিয়ে একটি সতর্কতা জারি করেছে। এতে আরও বলা হয়েছে, যদি তারা এই দেশগুলিতে থাকে তবে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বের হয়ে যেতে হবে।

ইসরাইল ও হামাসের মধ্যকার সংঘাত বদলে গিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধে পরিণত হতে পারে, এমন আশঙ্কার মধ্যে রবিবার রাতভর গাজা উপত্যকা, সিরিয়া ও লেবানন সীমান্তে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

হামাস জানিয়েছে, গাজা উপত্যকায় রাতে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে। চলতি মাসের শুরুতে ইসরাইলে হামাসের অভিযানে প্রায় ১,৪০০ মানুষ নিহত হওয়ার পর থেকে ইসরাইল ক্রমাগত হামলা চালিয়ে আসছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, এ এফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG