শুক্রবার ইরানের জাহেদান অঞ্চলে বিক্ষোভের সময় কর্তৃপক্ষ কর্তৃক আটক বিক্ষোভকারীদের মধ্যে ২৪ জন বিক্ষোভকারীকে চিহ্নিত করেছে একটি মানবাধিকার গোষ্ঠী।
হেনগাও হিউম্যান রাইটস অর্গানাইজেশন শনিবার বালোচ বন্দীদের চিহ্নিত করে একটি অনলাইন প্রতিবেদন পোস্ট করেছে। এদের মধ্যে মোহাম্মদ আমিন মোহাম্মদজেহি (১৪) ইয়াসের আলী-জেহি ( ১৭); বালাল রাখশানি (১৫); ইয়াসিন ইসা-জেহি-রিগি ( ১৭); এবং মোহাম্মদ ওয়েইস নারুই ( ১৬) নামে ৫ কিশোর রয়েছে।
সংগঠনটি বলছে, বিক্ষোভ চলাকালে ইসলামি প্রজাতন্ত্রের নিরাপত্তা ও সামরিক বাহিনী বেশ কয়েকজনকে আটক করেছে।
এর আগে, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সংবাদ কভার করা হাল-ভাশ ওয়েবসাইট শুক্রবার আটক ৫০০ জন কে নথিভুক্ত করে। তাদের মধ্যে ১৯ জনের পরিচয় নিশ্চিত করা হয়। জাতিগতভাবে সংখ্যালঘু বালোচ সম্প্রদায়, প্রধানত পশ্চিম ইরানের সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশে বাস করে।
সংগঠনটির ওয়েবসাইটে বলা হয়েছে, জাহেদানের মক্কি মসজিদে জুম্মার নামাজের পর নিরাপত্তা ও সামরিক বাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় এবং মক্কি মসজিদ ঘেরাও করে। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা ও সামরিক বাহিনী মক্কি মসজিদে ঢোকারও চেষ্টা করে।
২০২২ সালের অক্টোবর থেকে জাহেদান এবং ইরানের কিছু বেলুচ অধ্যুষিত শহরে সাপ্তাহিক বিক্ষোভ চলছে। গত বছর জুম্মার নামাজের পর “এক বালোচ নারীর ওপর পুলিশ কমান্ডারের হামলার” প্রতিবাদে বিক্ষোভকারীদের হত্যার পর এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০২২ সালের ৩০ শে সেপ্টেম্বর, জাহেদানের কর্মকর্তারা বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। এই ঘটনায় কমপক্ষে ১০০ জন নিহত এবং আরও শতাধিক আহত হয়। দিনটিকে "জাহেদানের রক্তাক্ত শুক্রবার" নামে অভিহিত করা হয়। তখন থেকেই জাহেদানের শুক্রবারের বিক্ষোভ অব্যাহত রয়েছে।