অ্যাকসেসিবিলিটি লিংক

রিও ডি জেনিরোতে ৩৫টি বাসে অগ্নিসংযোগ


ব্রাজিলের রিও ডি জেনিরোতে সন্দেহভাজন আধা-সামরিক বাহিনীর সদস্যরা একটি ট্রেনে আগুন ধরিয়ে দেবার পর দমকলকর্মীরা তা নেভাচ্ছে। ২৩ অক্টোবর, ২০২৩।
ব্রাজিলের রিও ডি জেনিরোতে সন্দেহভাজন আধা-সামরিক বাহিনীর সদস্যরা একটি ট্রেনে আগুন ধরিয়ে দেবার পর দমকলকর্মীরা তা নেভাচ্ছে। ২৩ অক্টোবর, ২০২৩।

পুলিশের অভিযানে ব্রাজিলের শহরের আধাসামরিক বাহিনীর একজন নেতা নিহত হওয়ার পর সোমবার ৩৫টি বাসে আগুন দেয়ার সন্দেহে রিও ডি জেনেরিওতে পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে।

এই ধ্বংসলীলা এমন একটি অপারেশনের আপাত প্রতিশোধ যেটিকে রিও ডি জেনিরো রাজ্যের গভর্নর ক্লাউদিও কাস্ত্রো মিলিশিয়াদের জন্য একটি “ব্যাপক আঘাত” বলে অভিহিত করেছিলেন। ব্রিটেন-ভিত্তিক সংবাদপত্র গার্ডিয়ান নিহত ব্যক্তিকে ম্যাথিউস দা সিল্ভা রেজেন্ডে বলে চিহ্নিত করেছে। তিনি “দ্য অফ লর্ড ওয়ার” নামে পরিচিত মিলিশিয়া নেতার ভাগ্নে।

রিও ডি জেনিরোতে অনেকগুলো আধাসামরিক বাহিনী কাজ করে। শহরতলীর বাসিন্দাদের অবৈধ মাদক গ্যাং-এর হাত থেকে রক্ষা করার জন্য দলগুলো প্রাথমিকভাবে অফ ডিউটি পুলিশ কর্মকর্তা এবং কারারক্ষীদের দ্বারা তৈরি করা হয়েছিল। কিন্তু এরপর তারা নিজেরাই অপরাধী গ্যাং-এ পরিণত হয়েছে। তারা বেশ কয়েকটি র‍্যাকেট তৈরি করেছে।

যে ৩৫টি বাস আগুন দেয়া হয়েছিল সেগুলো রিওর পশ্চিম দিকে রাখা ছিল। সেখানে পররস্পরের প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলো আঞ্চলিক নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে। সোমবারের তাণ্ডবে একটি ট্রেনও পুড়িয়ে দেয়া হয়। গভর্নর কাস্ত্রো বলেছেন, ওই ১২ জন সন্দেহভাজনের বিরুদ্ধে "সন্ত্রাসী কর্মকান্ডের" অভিযোগ আনা হবে।

আক্রমণের ফলে রিও ডি জেনিরোর অনেক অংশে গণপরিবহনের চলাচল ব্যাহত হয় এবং বাধ্য হয়ে বেশ কয়েকটি স্কুল বন্ধ রাখতে হয়।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG