ইসরাইলি যুদ্ধবিমান উত্তর গাজা ভূখন্ডে হামাসের সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ বাংকারে বোমাবর্ষণ করেছে। শনিবার দিনের শুরুতে সামরিক কর্মকর্তারা জানান, তিন সপ্তাহ আগে ইসরাইলের দক্ষিণাঞ্চলে এই ভুখন্ডের শাসক হামাস গোষ্ঠী অভিযান চালানোর পর তাদেরকে নির্মূল করার উদ্দেশ্যে বর্ধিত আকারে স্থল ও আকাশ হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্তারাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ 'আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন'।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, যুদ্ধবিমানের মাধ্যমে কয়েক ডজন ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। যার ফলে গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো অকার্যকর হয়ে গাজার প্রায় ২৩ লাখ বাসিন্দা বাইরের জগত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।
শনিবার দিনের শুরুতে এক সংবাদ ব্রিফিংয়ে রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, “আমরা যুদ্ধকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাচ্ছি। আইডিএফ বাহিনী গাজা উপত্যকায় প্রবেশ করেছে এবং স্থল-ভিত্তিক কার্যক্রমকে পরবর্তী পর্যায়ে নিয়ে গেছে।”
“সেনাবাহিনী এখনো যুদ্ধক্ষেত্রে আছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে”, জানান আইডিএফের মুখপাত্র। এই বক্তব্যের মাধ্যমে ইসরাইলের বর্ধিত স্থল অভিযান শুরুর ইঙ্গিত দেন তিনি।
জাতীয় নিরাপত্তা বিষয়ক হোয়াইট হাউসের মুখপাত্র জন কার্বি বলেন, তিনি ইসরাইলের গাজায় স্থল অভিযান সম্প্রসারণের বিষয়ে প্রতিবেদন দেখেছেন, তবে তিনি এ বিষয়ে মন্তব্য করবেন না।
ইসরাইল, জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আক্রমণ পরিচালনার জন্য গাজার বাইরে ৩ লাখ নিয়মিত ও রিজার্ভ সেনা জমায়েত করেছে। ৭ অক্টোবর হামাস ইসরাইলের বিরুদ্ধে ভয়াবহ হামলা চালানোর পর থেকেই ইসরাইল গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। হামাসের হামলায় শিশুসহ মোট ১ হাজার ৪০০ জন নিহত হন। সঙ্গে ২০০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে সংগঠনটি।
শুক্রবার ফিলিস্তিনি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান জাওওয়াল জানায়, ভারী বোমাবর্ষণের কারণে মোবাইল ও ল্যান্ডলাইন ফোন ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে ইসরাইলের স্থল হামলার ফলে হতাহতের সংখ্যার তথ্য তাৎক্ষনিকভাবে জানার উপায় ছিল না। কিছু স্যাটেলাইট ফোন কার্যকর থাকে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স ও এএফপি থেকে নেওয়া হয়েছে।