অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় হামাস জঙ্গিদের সঙ্গে ইসরাইলি বাহিনীর তূমুল লড়াই


গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরের ঘর-বাড়ির উপর ইসরাইল আক্রমণে হতাহতদের সন্ধান করছেন ফিলিস্তিনরা । অক্টোবর ৩১,২০২৩।
গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরের ঘর-বাড়ির উপর ইসরাইল আক্রমণে হতাহতদের সন্ধান করছেন ফিলিস্তিনরা । অক্টোবর ৩১,২০২৩।

সর্বসাম্প্রতিক ঘটনাবলী:

  • ইসরাইলি সামরিক বাহিনী ও শিন বেত অন্যতম এক হামাস কমান্ডার যে ৭ অক্টোবরের হামলার পরিকল্পনাকারী তাকে এক বিমান আক্রমণে হত্যা করা হয়েছে।
  • আইডিএফ বলছে লড়াকু বাহিনী গত ২৪ ঘন্টায় প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুর উপর আঘাত হেনেছে।
  • গাজায় অস্ত্রবিরতি ঘোষণার আহ্বান প্রত্যাখান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিয়াহু জাতিসংঘের ফিলিস্তিনি সহায়তা সংস্থার প্রধান বলছেন গাজায় পরিস্থিতির অবনতি ঘটছে। '
  • বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, ইউক্রেন ও ইসরাইলকে জরুরি সহায়তা বাবদ ১০ হাজার ৬০০ কোটি ডলার প্রদানের জন্য প্রেসিডেন্ট বাইডেনের অনুরোধের সমর্থনে মঙ্গলবার সেনেট কমিটির কাছে সাক্ষ্য দেবেন।
  • ইসরাইল বলছে তাদের বাহিনী হামাস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছে এবং মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে তাদের সুড়ঙ্গের নেটওয়ার্কের উপর আক্রমণ করেছে। এ দিকে শরনার্থী শিবিরের কাছে আক্রমণে মঙ্গলবার বহু লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

হামাস শাসিত ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরাইলি বিমান হামলা আঘাত হানে । তাতে কমপক্ষে ৫০ জন নিহত হন। ইসরাইল এই আক্রমণ সম্পর্কে কোন মন্তব্য করেনি।

বর্তমান লড়াই শেষ হবার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিয়াহু অস্ত্র বিরতির জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে করা আহ্বান প্রত্যাখ্যান করে দিয়েছেন।

ইসরাইল বলছে, তারা ৭ অক্টোবরে দক্ষিণ ইসরাইলের ভয়াবহ হামলার পরিকল্পনাকারীদের অন্যতম এক হামাস কমান্ডারকে হত্যা করেছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ও ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী শিন বেট আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, নাসিম আবু আজিনা এক বিমান হামলায় নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, আবু আজিনা ছিলেন হামাসের উত্তরাঞ্চলীয় ব্রিগেডের বেইত লাহিয়া ব্যাটালিয়নের কমান্ডার। তিনি হামাসের দুঃসাহসিক অভিযানে মনুষ্যবিহীন উড়ন্ত পরিবহন ও প্যারাগ্লাইডার বাহিনী তৈরির সঙ্গে যুক্ত ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, “তাকে হত্যা করায় হামাস যোদ্ধাদের আইডিএফের স্থল কার্যক্রম বাধাগ্রস্ত করার উদ্যোগে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি হয়েছে।”

আইডিএফ জানায়, গত ২৪ ঘণ্টায় তাদের স্থল ও বিমানবাহিনী সম্মিলিতভাবে প্রায় ৩০০ লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়েছে। যার মধ্যে আছে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ভূগর্ভস্থ রকেট লঞ্চ পোস্ট এবং হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গের অভ্যন্তরে অবস্থিত সামরিক কমপাউন্ড। সামরিক বাহিনী বলছে, হামাসের যোদ্ধারা এই অভিযানের সময় নিহত হয়েছেন।

গাজায় হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গপথের বড় আকারের নেটওয়ার্ক রয়েছে। ধারণা করা হয়, এখানে অস্ত্র, খাবার ও অন্যান্য উপকরণ জমা রাখা হয়।

ইসরাইলি সেনা ও ট্যাংকগুলো উত্তর গাজায় ধীরে এবং ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তারা গাজায় সামরিক উপস্থিতি বাড়াচ্ছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG