অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো গাজার রাফাহ সীমান্ত খোলা হয়েছে


গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলার পর ধ্বংস হয়ে যাওয়া দালানের নিচে জীবিতদের খুঁজছেন ফিলিস্তিনিরা (১ নভেম্বর, ২০২৩)
গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলার পর ধ্বংস হয়ে যাওয়া দালানের নিচে জীবিতদের খুঁজছেন ফিলিস্তিনিরা (১ নভেম্বর, ২০২৩)

ইসরাইল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় আটকে পড়ে থাকা বিদেশী নাগরিকদের প্রথম দলটি আজ বুধবার যুদ্ধবিধ্বস্ত গাজা ছেড়ে মিশরের উদ্দেশে রওনা হয়েছেন।

কাতারের উদ্যোগে ইসরাইল, মিশর ও হামাসের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার ফলশ্রুতিতে বিদেশী পাসপোর্টধারীদের বের হয়ে আসার জন্য রাফাহ সীমান্ত আবার খুলে দেওয়া হয়েছে। অন্তত ৪০০ বিদেশী নাগরিককে মিশরে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

বিদেশী নাগরিকদের পাশাপাশি প্রায় ৮১ জন আহত ফিলিস্তিনিকেও অ্যাম্বুলেন্সে করে গাজা থেকে মিশরের হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে ৭ অক্টোবরের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো আহত ফিলিস্তিনিদের আনুষ্ঠানিকভাবে গাজা ছেড়ে বের হওয়ার অনুমতি দেওয়া হল।

বিদেশী নাগরিক ও আহত ফিলিস্তিনিরা এমন সময় গাজা ছেড়ে গেলেন যখন আবারও অঞ্চলটির সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

গাজার টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান প্যালটেল (প্যালেস্টাইন টেলিকমিউনিকেশন কোম্পানি) মঙ্গলবার দিনের শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানায়, অঞ্চলটির সব ধরনের টেলিফোন ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন রয়েছে। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি জানায়, “যেসব আন্তর্জাতিক রুট ব্যবহার করে যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছিল, সেগুলো আবারও বিচ্ছিন্ন করা হয়েছে।”

গত শুক্রবার থেকে শুরু করে ২ দিন গাজা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। যার ফলে এ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির ২৩ লাখ মানুষের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ত্রাণসামগ্রী বিতরণ প্রক্রিয়া বন্ধ হয়ে পড়ে।

ফোন ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হওয়ার কয়েক ঘণ্টা আগে উত্তর গাজার শহর জাবালিয়ায় অবস্থিত ফিলিস্তিনি শরণার্থীশিবিরে ইসরাইল বিমানহামলা চালায়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৫০ জন নিহত ও আরও ১৫০ জন আহত হন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ 'আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন'।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স ও এএফপি থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG