অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের ঋণ-জর্জরিত স্থানীয় সরকার জোর দিলো নতুন উদ্যোগের


ফাইল-২০২৩ সালের ২৬ অক্টোবরে উপর থেকে তোলা এই ছবিতে চীনের পূর্বাঞ্চলে জিয়াংসু প্রদেশের হুইয়েনে এক নির্মাণস্থলে কর্মরত শ্রমিকদের দেখা যাচ্ছে।
ফাইল-২০২৩ সালের ২৬ অক্টোবরে উপর থেকে তোলা এই ছবিতে চীনের পূর্বাঞ্চলে জিয়াংসু প্রদেশের হুইয়েনে এক নির্মাণস্থলে কর্মরত শ্রমিকদের দেখা যাচ্ছে।

ক্রমবর্ধমান ঋণের মধ্যে চীনের উপকূলীয় রাজ্য জিয়াংসুর কর্তৃপক্ষ রাষ্ট্রায়ত্ত এন্টারপ্রাইজের কর্মীদের “অফ-ডিউটি উদ্যোগে” অংশগ্রহণ করতে এবং নিজেদের ব্যবসা শুরু করতে অবৈতনিক ছুটি নিতে উৎসাহিত করছে।

চীনের দুই দিন-ব্যাপী কেন্দ্রীয় আর্থিক কর্ম সম্মেলনের আগে এই নতুন পদক্ষেপের খবর এসেছে। এই সম্মেলনে হাজির ছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কিত ঋণের ঝুঁকি মেটাতে দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা তৈরির কথা বলেন তিনি। পাশাপাশি, তিনি কেন্দ্রীয় সরকারের ঋণ সম্প্রসারণের আগ্রহ বিষয়ে ইঙ্গিতও দিয়েছেন।

চীনের স্থানীয় প্রশাসনের ঋণ ৯২ লক্ষ কোটি ইউয়ানে (১২ লক্ষ ৫৮০ কোটি ডলার) পৌঁছেছে যা ২০২২ সালে দেশের মোট অর্থনৈতিক উৎপাদনের ৭৬ শতাংশের সমান।

মঙ্গলবার শেষ হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন লি কিয়াং, ঝাও লেজি, ওয়াং হানিং, কাই কি, দিং জুয়েক্সিয়াং ও লি শি এবং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

তারা “কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের ঋণ কাঠামো”কে ঢেলে সাজানোর অঙ্গীকার করেছেন। সেই সঙ্গে তারা উদ্ভাবন, উচ্চ-প্রযুক্তির উৎপাদন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও ছোট থেকে মাঝারি মাপের সংস্থাগুলিকে আরও তহবিল দেওয়ার কথাও বলেছেন।

২০২২ সালে প্রতিবেশী সাংহাইয়ের জিয়াংসু প্রদেশের মোট দেশীয় পণ্যের পরিমাণ ছিল প্রায় ১২ লক্ষ ২৯ হাজার কোটি ইউয়ান বা ১ লক্ষ ৬৮ হাজার কোটি ডলার। এদিকে, তাদের ২ লক্ষ ৬ হাজার ৯০০ কোটি ইউয়ান বা ২ কোটি ৮২ লক্ষ ৮০ হাজার কোটি ডলার ঋণ পাওনা ছিল।

ক্রমবর্ধমান স্থানীয় ঋণের মধ্যে জিয়াংসুর প্রাদেশিক সরকার অক্টোবরের শুরুর দিকে একটি কর্মসূচি চালু করেছিল। রাষ্ট্রায়ত্ত সংস্থার ২ লক্ষ কর্মীকে ২০২৫ সালের মধ্যে নিজেদের ব্যবসা শুরু করতে উৎসাহ দিতেই এই কর্মসূচি। বিশেষ করে তাদের উৎসাহ দেওয়া হয়েছে যারা অবৈতনিক ছুটিতে ব্যবসা শুরু করতে ইচ্ছুক।

XS
SM
MD
LG