অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের একটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী বাহিনী


মিয়ানমারের মানচিত্র।
মিয়ানমারের মানচিত্র।

মিয়ানমারের বিদ্রোহী বাহিনী ক্ষমতাসীন সামরিক জান্তার নিয়ন্ত্রণাধীন একটি শহরের দখল করে নিয়েছে।

মিয়ানমারের ছায়া ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট সূত্র, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, বিদ্রোহী বাহিনী গত শুক্রবার উত্তরাঞ্চলীয় কাওলিন শহরে হামলা চালায়। তারা সোমবার ভোরে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই করে শহরের পুলিশ স্টেশন ও প্রশাসনিক অফিসের নিয়ন্ত্রণ নেয়।

সাগাইং অঞ্চলের প্রশাসনিক রাজধানী কাওলিন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর বিদ্রোহী বাহিনী কর্তৃক দখল করা প্রথম প্রশাসনিক রাজধানী ছিল এটি।

জাতীয় ঐক্য সরকার ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের সদস্যদের সমন্বয়ে গঠিত। বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য কয়েক দশক ধরে সামরিক বাহিনীর সাথে লড়াই করে জাতিগত বিদ্রোহী বাহিনীর জোট পিপলস ডিফেন্স ফোর্স গঠন করে। অভ্যুত্থানের পর থেকে সামরিক বাহিনীর সাথে গ্রামাঞ্চলে মারাত্মক সংঘাতে লিপ্ত রয়েছে তারা।

বিদ্রোহী বাহিনীর একটি দল সম্প্রতি চীন সীমান্তে জান্তা লক্ষ্যবস্তুতে একের পর এক আকস্মিক হামলা চালিয়েছে।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া।

XS
SM
MD
LG