স্পেনের পুলিশ জানিয়েছে, দীর্ঘদিনের দক্ষিণপন্থী রাজনীতিক আলেজান্দ্রো ভিদাল-কোয়াদ্রাসের মুখে গুলি করা হয়েছে মাদ্রিদে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
৭৮ বছর বয়সী আলেজো ভিদাল-কোয়াদ্রাস স্পেনের রক্ষণশীল পপুলার দলের সদস্য। ক্যাতালোনিয়ায় তিনি এই দলের আঞ্চলিক নেতা। মধ্য মাদ্রিদের অভিজাত স্যালাম্যাঙ্কা এলাকায় স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিট নাগাদ তাঁকে গুলি করা হয়।
তাঁকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তিনি সজ্ঞানে ছিলেন।
এই গুলি চালানোর সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে পুলিশ চিহ্নিত করেছে। তারা কালো মোটর সাইকেলে পালিয়ে যায়। হেলমেট পরা বন্দুকধারী গুলি চালানোর জন্য মোটর সাইকেল থেকে নেমে আসে।
এই ঘটনার পর এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।