ইউক্রেন এবং ইউরোপে সুত্রের নাম প্রকাশ না করে ওয়াশিংটন পোস্ট বলেছে, ইউক্রেনের একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে নর্ড স্ট্রিম প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে গত বছরের হামলার ঘটনায় সমন্বয় সাধনের অভিযোগ উঠেছে।
ডেনিশ দ্বীপ বোর্নহোমের কাছে ২০২২ সালের সেপ্টেম্বরে যে বিস্ফোরণ হয়েছে, সেটার দায় কেউ নেয়নি। এই বিস্ফোরণে বাল্টিক সাগরের নিচে চলমান চারটি অফশোর প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
যুক্তরাষ্ট্র এবং নেটো এটিকে নাশকতামূলক কার্যক্রম বলে অভিহিত করেছে। অন্যদিকে মস্কো বলেছে এটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কাজ।
জার্মানি, ডেনমার্ক এবং সুইডেন নর্ড স্ট্রিম বিস্ফোরণের তদন্ত শুরু করেছে। ওই বিস্ফোরণে কয়েকদিন ধরে চলা লিকের ফলে বায়ুমণ্ডলে মিথেন নিঃসরণ হয়।
রবিবার রাতের ভিডিও ভাষণের সময় প্রেসিডেন্ট জেলেন্সকি ইউক্রেনীয়দেরকে শীত কাছে আসার এই সময়ে ইউক্রেনের অবকাঠামোতে রুশ আক্রমণের নতুন তরঙ্গের জন্য প্রস্তুত হওয়ার জন্য সতর্ক করেছেন।
রাশিয়া কিয়েভের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর তার এই সতর্কবার্তা এলো। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো শনিবার বলেন, দেশে আসন্ন শীতের জন্য পর্যাপ্ত জ্বালানির সংস্থান রয়েছে; তবে রাশিয়ার আক্রমণের যে বৃদ্ধি ধারণা করা হচ্ছে তাতে সরবরাহ নেটওয়ার্কগুলো ব্যাহত হতে পারে।
রবিবার বার্লিনের একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের শাসক জোট নীতিগতভাবে ইউক্রেনের জন্য দেশটির সামরিক সহায়তা দ্বিগুণ করে ৮০০ কোটি ইউরো (প্রায় সাড়ে আটশো কোটি ডলার) করতে সম্মত হয়েছে।
সূত্রটি আরও জানায়, পার্লামেন্টে শোলজের দলগুলোর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। যদি পার্লামেন্টে এটির অনুমোদন দেয়া হয়, তবে তা জার্মানির প্রতিরক্ষা ব্যয়কে তার মোট দেশীয় পণ্য লক্ষ্যমাত্রার ২ দশমিক ১ শতাংশে উন্নীত করবে, যা সমস্ত নেটো সদস্যদের দ্বারা প্রতিশ্রুত ২ শতাংশ ছাড়িয়ে যাবে।
এছাড়া ইইউ আগামী মার্চের মধ্যে কিয়েভকে ১০ লাখ আর্টিলারি শেল এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের লক্ষ্য পূরণের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স, দ্য ওয়াশিংটন পোস্ট এবং এএফপি থেকে নেয়া হয়েছে।