অ্যাকসেসিবিলিটি লিংক

গাজার হাসপাতালে ইসরাইলের অভিযান চলছে ; জাতিসংঘ 'জরুরি' মানবিক বিরতির আহ্বান জানিয়েছে


গাজা উপত্যকায় ইসরাইলি হামলার পর ধোঁয়া উড়ছে। ১৬ নভেম্বর, ২০২৩।
গাজা উপত্যকায় ইসরাইলি হামলার পর ধোঁয়া উড়ছে। ১৬ নভেম্বর, ২০২৩।

  • ইসরাইলের বাহিনী গাজার শিফা হাসপাতালের চারপাশে হামলা চালিয়ে যাচ্ছে।
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হামাসকে শিফা হাসপাতালে একটি কমান্ড সেন্টার পরিচালনা করার দায়ে অভিযুক্ত করেছেন। তিনি একে 'যুদ্ধাপরাধ' বলে অভিহিত করেছেন। হামাস এবং হাসপাতালের কর্মকর্তারা গাজার বৃহত্তম এই মেডিকেল সেন্টারকে যুদ্ধের উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছেন।
  • এক বিবৃতিতে হামাস বলেছে, বাইডেন প্রশাসন মূলত আইডিএফ-কে অভিযান চালানোর জন্য ‘সবুজ সংকেত’ দিয়েছে। হোয়াইট হাউস এই দাবি প্রত্যাখ্যান করেছে।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এই হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।
  • জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হামাসের হাতে বন্দি সকল জিম্মিদের অবিলম্বে মুক্তি এবং গাজায় “জরুরি ও বর্ধিত মানবিক বিরতির” আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে। ইসরাইল বলেছে, রেজুলেশনটি “বাস্তবতা থেকে দূরে।”

ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী এবং শিশুদের বিনিময়ে হামাস গাজায় জিম্মি হিসেবে আটক থাকা অন্তত ৫০ জন নারী ও শিশুকে মুক্তি দেবে এমন একটি প্রস্তাবিত চুক্তির বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

৭ অক্টোবর ইসরাইলে হামলা চালানোর সময় হামাস আনুমানিক ২৪০ জন ইসরাইলি এবং বিদেশীকে জিম্মি করে।

হামাস জানিয়েছে, প্রায় ৬৫০ জন রোগী এবং ৫ হাজার থেকে ৭ হাজার জন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক হাসপাতালের মাঠে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ 'আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন'।

গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাস জঙ্গিদের হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল গাজায় বৃহৎ বিমান এবং স্থল আক্রমণ শুরু করার পর থেকে ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে; এদের মধ্যে ৪০ শতাংশ হলো শিশু। ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে ১২০০ জন নিহত হয়েছিল।

মঙ্গলবার জাতিসংঘের মানবিক কার্যালয় বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার ২৩ লাখ জনসংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা গাজা শহরের বেশ কয়েকটি সরকারি স্থাপনা দখল করেছে। এর মধ্যে রয়েছে ওই অঞ্চলের আইনসভা ভবন, হামাস পুলিশ সদর দপ্তর এবং হামাসের সামরিক গোয়েন্দা সদর দপ্তরের একটি কম্পাউন্ড।

সেনা অনুপ্রবেশের অগ্রগতির সাথে সাথে গাজায় ত্রাণ সহায়তা প্রদানের জন্য যুদ্ধবিরতি আরোপ করার ক্রমবর্ধমান এবং তীব্র আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করেছে ইসরাইল। তবে তারা ফিলিস্তিনিদের উত্তর গাজা থেকে সরিয়ে নেয়ার জন্য দুটি করিডোর খোলার জন্য দৈনিক চার ঘন্টা মানবিক বিরতি দিতে সম্মত হয়েছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

জাতিসংঘের সংবাদদাতা মার্গারিট বাশীর এবং হোয়াইট হাউসের ব্যুরো চিফ প্যাটসি উইদাকুসোয়ারা এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG