অ্যাকসেসিবিলিটি লিংক

হামাস বলছে ইসরাইলের সাথে জিম্মি বিনিময়ের চুক্তি প্রায় চূড়ান্ত


গাজা সীমান্ত থেকে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলার পর ধোঁয়া বের হচ্ছে। (২১ নভেম্বর, ২০২৩)
গাজা সীমান্ত থেকে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলার পর ধোঁয়া বের হচ্ছে। (২১ নভেম্বর, ২০২৩)

  • হামাস নেতারা বলছেন, জিম্মিদের মুক্তির বিষয়ে শিগগিরই একটি সমঝোতা হতে পারে। ইসরাইলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
  • ইসরাইলের সংবাদপত্র হারেৎজ আলোচনার সঙ্গে জড়িত একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কাতার মঙ্গলবার চুক্তির বিস্তারিত প্রকাশ করবে। কাতার এই মধ্যস্থতার প্রচেষ্টায় জড়িত।

· গাজায় ইসরাইলের সামরিক অভিযান সম্প্রসারণের পাশাপাশি গাজা সিটির নিকটবর্তী একটি শহরে শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে লড়াইয়ের খবর পাওয়া গেছে।

  • ইসরাইল দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। সে দেশে ইসরাইলি দূতাবাস বন্ধের প্রস্তাবে দক্ষিণ আফ্রিকার আইনপ্রণেতাদের ভোটের মধ্যেই তাকে ফিরিয়ে আনা হয়েছে ।
  • দক্ষিণ আফ্রিকা মঙ্গলবার গাজার যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ব্রিকস-এর উদীয়মান অর্থনীতির একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, জিম্মিদের বিষয়ে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি 'চূড়ান্তপ্রায়'। অক্টোবরের শুরুতে ইসরাইলের ওপর হামাসের হামলার জবাবে ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, হানিয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন। যুদ্ধবিরতির দৈর্ঘ্য, গাজায় ত্রাণ সরবরাহের ব্যবস্থা এবং ইসরাইলে ফিলিস্তিনি বন্দীদের জন্য জিম্মি বিনিময়ের বিষয়ে আলোচনা হয়েছে।

গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর পর হামাসকে নিশ্চিহ্ন করতে সামরিক অভিযান শুরু করে ইসরাইল। তারা জানিয়েছে, সন্ত্রাসী হামলায় ১২০০ জন নিহত এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করা হয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজা ভূখন্ডে ইসরাইলের সামরিক অভিযানে পাঁচ হাজার শিশুসহ ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ 'আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন'।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করেন জিম্মিদের মুক্তির বিষয়ে শিগগিরই একটি সমঝোতা হতে পারে।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের হাতে আটক আনুমানিক ২৪০ জন জিম্মির মধ্যে প্রায় ৫০ জনকে ইসরাইলে ফিরিয়ে দেওয়া হতে পারে। তবে ইসরাইলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত মাইকেল হার্জোগ যুদ্ধবিরতির কোনো ঘোষণা দিতে অস্বীকৃতি জানিয়ে ইঙ্গিত দেন যে, বিরতি শেষ হওয়ার পর ইসরাইল হামাসের লক্ষ্যবস্তুতে পুনরায় হামলা চালানোর পরিকল্পনা করছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

ভিওএ'র ইভা মাজরিভা, কেট বার্টলেট এবং সিন্ডি সেইন এই প্রতিবেদনে অবদান রেখেছেন। কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া।

XS
SM
MD
LG