অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল ও হামাসের আভাস: জিম্মি চুক্তি শিগগির


ইসরাইলে ৭ অক্টোবর হামাস বন্দুকধারীদের দ্বারা আটকের পর গাজা উপত্যকায় বন্দী জিম্মিদের মুক্তির দাবিতে লোকেরা একটি বিক্ষোভে অংশ নেয়। তেল আবিব, ২১ নভেম্বর ২০২৩।
ইসরাইলে ৭ অক্টোবর হামাস বন্দুকধারীদের দ্বারা আটকের পর গাজা উপত্যকায় বন্দী জিম্মিদের মুক্তির দাবিতে লোকেরা একটি বিক্ষোভে অংশ নেয়। তেল আবিব, ২১ নভেম্বর ২০২৩।

ইসরাইল এবং হামাস মঙ্গলবার এমন আভাস দিয়েছে যে গাজায় জঙ্গিদের হাতে জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি সম্পন্ন হবার কাছাকাছি, যদিও চুক্তির বিবরণ অনিশ্চিত।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংরক্ষণবাদীদের বলেছেন, "আমরা অগ্রগতি করছি। আমি মনে করি না খুব বেশি কিছু বলা উচিত, এই মুহূর্তেও নয়, তবে আমি আশা করি খুব শীঘ্রই ভালো খবর আসবে।"

প্যালেস্টিনিয়ান প্রিজনার্স অ্যাফেয়ার্স অথরিটির প্রধান, কাদ্দৌরা ফারেস বলেন, "বন্দি বিনিময় চুক্তিতে ইসরাইলের হাতে বন্দী ৩৫০ জন শিশু এবং ৮২ জন ফিলিস্তিনি নারীর মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে"।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন,"আমরা খুব শীঘ্রই এই জিম্মিদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্তের খুব কাছাকাছি," তবে তিনি আরও বলেন, "আমি বিস্তারিত কিছু বলতে চাই না কারণ এটি সম্পন্ন না হওয়া মানে কিছুই করা হয়নি।"

কয়েকদিন ধরে, ইউএস নিউজ অ্যাকাউন্ট বলেছে যে ৭ অক্টোবর ইসরাইলে হতবাক করে দেয়া হামলার সময় হামাস জঙ্গিদের দ্বারা আটক করা ২৪০ জনের মধ্যে প্রায় ৫০ জন নারী এবং শিশুকে মুক্তি দেওয়া হতে পারে। এছাড়াও, যুদ্ধে পাঁচ দিনের বিরতি কার্যকর করা হতে পারে তবে বিশ্বের নেতারা যেমনটি আহ্বান জানিয়েছেন তেমন কোন সুনির্দিষ্ট যুদ্ধবিরতি নয়।

ইসরাইলের হারেৎজ সংবাদপত্র, আলোচনার সাথে জড়িত একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, কাতার, যারা জিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছে, মঙ্গলবার চুক্তির বিশদ প্রকাশ করবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে আলোচনা একটি "গুরুত্বপূর্ণ " এবং "চূড়ান্ত পর্যায়ে" পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG