অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের সেনাবাহিনী বলছে, তারা রাশিয়ার ১৪টি ড্রোন ভূপাতিত করেছে


ইউক্রেনের সেনা কৌশলগত যোগাযোগ অধিদপ্তর থেকে প্রকাশিত তারিখবিহীন এই ছবিটিতে ইউক্রেনের কুপিয়ানস্কের কাছে কিয়েভের মতে ইরানি শাহেদ ড্রোনের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। ফাইল ছবি।
ইউক্রেনের সেনা কৌশলগত যোগাযোগ অধিদপ্তর থেকে প্রকাশিত তারিখবিহীন এই ছবিটিতে ইউক্রেনের কুপিয়ানস্কের কাছে কিয়েভের মতে ইরানি শাহেদ ড্রোনের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। ফাইল ছবি।

বুধবার ইউক্রেন বলেছে, রাশিয়া তাদের সর্বসাম্প্রতিক হামলার অংশ হিসেবে ১৪টি ড্রোন এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, ড্রোনগুলো মধ্য, দক্ষিণ-পূর্ব এবং পশ্চিম ইউক্রেনের কিছু অংশ লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোনকে ভূপাতিত করেছে।

তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের সেনাবাহিনী আরও জানিয়েছে, রাশিয়ার এক্স-২২ ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছাতে না পেরে ঝাপোরিঝিয়া অঞ্চলের একটি মাঠে ভূপাতিত হয়েছে।

ইউক্রেন রাশিয়ার ড্রোনগুলোকে ইরানের তৈরি শাহেদ ড্রোন হিসেবে চিহ্নিত করেছে। ইরান রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে- যুক্তরাষ্ট্রের এমন সতর্কতার পরে সর্বসাম্প্রতিক হামলা সংঘটিত হয়।

মঙ্গলবার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি সাংবাদিকদের বলেন, “এই সহায়তার বিনিময়ে রাশিয়া তেহরানকে ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক্স এবং বিমান প্রতিরক্ষাসহ নজিরবিহীন প্রতিরক্ষা সহযোগিতার প্রস্তাব দিয়ে আসছে।”

কার্বি বলেছেন, ড্রোন ছাড়াও ইতোমধ্যে ইরান রাশিয়াকে ইউক্রেনে ব্যবহারের জন্য গাইডেড এরিয়াল বোমা এবং আর্টিলারি গোলাবারুদ সরবরাহ করেছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG