অ্যাকসেসিবিলিটি লিংক

নায়াগ্রা ফলস’এর কাছে গাড়িতে বিস্ফোরণ: দু'জন নিহত


যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত পারাপার এলাকা । ২২ নভেম্বর ২০২৩। এপি
যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত পারাপার এলাকা । ২২ নভেম্বর ২০২৩। এপি

একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা বলছেন নায়াগ্রা ফলস’এ যুক্তরাষ্ট্র-কানাডা সেতুর আমেরিকান দিকের চেকপয়েন্টে একটি গাড়িতে বিষ্ফোরণের পর দু'জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বুধবার দ্য এসোসিয়েটেড প্রেসের কাছে একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তদন্তের বিস্তারিত বিষয়টি প্রকাশ্যে জানানোর অনুমতি ছিল না বলে এই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। এই বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কোন তথ্য পাওয়া যায়নি তবে ঘটনাটি সীমান্তের উভয় পাশেই উদ্বেগ সৃষ্টি করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলছেন কর্মকর্তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছেন।

এ দিকে হোয়াইট হাউস বলছে প্রেসিডেন্ট জো বাইডেন, “ঘটনাটি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছেন”।

কর্তৃপক্ষ এ রকম খবর দেয়ার পর যে নায়াগ্রা ফলস’এর কাছে রেইনেবো ব্রিজে “একটি গাড়িতে বিস্ফোরণ” ঘটেছে, নিউ ইয়র্কের পশ্চিমাঞ্চলে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তে চারটি সেতুর সব ক’টি বন্ধ করে দেয়া হয়েছে।

বিশ্ব-বিখ্যাত জলপ্রপাতের কাছের এই ঘটনাকে কেন্দ্র করে অনিশ্চয়তা দেখা দেয়ায়, সাবধানতা অবলম্বন করে কর্মকর্তারা পীস ব্রিজ,লুইস্টন –কুইন্সটন ব্রিজ, ওয়ার্লপুল ব্রিজও বন্ধ করে দিয়েছেন, যার ফলে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে যাওয়া-আসার পথ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় পুলিশ এবং যুক্তরাষ্ট্রের অপরাধ তদেন্তর শীর্ষ সংস্থা, দ্য ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই বিস্ফোরণের বিষয়ে দ্রুত তদন্ত শুরু করেছে। বার্ষিক থ্যাংকস গিভিং ছুটির ঠিক একদিন আগে ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্রের ব্যস্ততম এই দিনে এই ঘটনাটি ঘটলো।

এই খবরের কিছু অংশ এপি থেকে নেয়া।

XS
SM
MD
LG