অ্যাকসেসিবিলিটি লিংক

পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গির কারণে গাজার ভবিষ্যৎ সরকার নিয়ে সংশয়



ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকী মস্কোতে গাজা সম্পর্কে এক বৈঠকে আছেন। ২১ নভেম্বর,২০২৩।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকী মস্কোতে গাজা সম্পর্কে এক বৈঠকে আছেন। ২১ নভেম্বর,২০২৩।

ইসরাইল যদি হামাসকে ক্ষমতাচ্যূত করতে সফল হয়, তাহলে গাজা শাসন করবে কে সেটি এখন বিশ্বব্যাপী কুটনীতিকদের সামনে সব চেয়ে বড় প্রশ্ন। ইসরাইল, যুক্তরাষ্ট্র আর ঐ অঞ্চলের আরব নেতারা বাহ্যত পরস্পরবিরোধী সমাধানের কথা বলছেন।

যুক্তরাষ্ট্রের প্রস্তাব হচ্ছে যে পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের উচিত্ হবে শেষ অবধি গাজা শাসন করা এবং এই ধারণা প্রচার করেছে যে কিছু আন্তর্জাতিক জোট – সম্ভবত আরব রাষ্ট্রসমূহসহ-অন্তর্বতী সময়ে নিরাপত্তা বিধান করবে। শাসনের প্রশ্ন বাদ দিয়েই আরব রাষ্ট্রগুলি অবিলম্বে লড়াই বন্ধ করার দাবি করেছে এবং ঐ এলাকায় কোন রকম নিরাপত্তার ভূমিকা পালনের কথা নাকচ করে দিয়েছে।

আর ইসরাইল, ২০০৫ সালের মতো এবার গাজা দখলে আগ্রহী নয়। তারা বলছে তারা ঐ এলাকায় অনির্দিষ্টি কালের জন্য নিরাপত্তা রক্ষার ভূমিকা পালন করবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ১৮ নভেম্বর ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত মন্তব্যে গাজা ও ইসরাইল-ফিলিস্তিনি সম্পর্কের ভবিষ্যত্ বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তাঁর যুক্তি হচ্ছে ফিলিস্তিনি জনগণ , “ তাদের নিজেদের একটি রাষ্ট্র পাবার এবং হামাসমুক্ত ভবিষ্যত্ গড়ার অধিকার রাখে”।

বাইডেন লেখেন, “গাজা ও পশ্চিমতীরকে শেষ অবধি নতুন শক্তি সম্পন্ন ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে অভিন্ন একটি প্রশাসনিক কাঠামোর মধ্যে পূণঃএকত্রিত হতে হবে কারণ আমরা সকলেই দুই-রাষ্ট্র সমাধানের জন্য কাজ করছি।

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত্ এই সংকটের পর গাজার জনগণকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়া যাতে থাকবে অন্তর্বর্তী সময়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা এবং গাজার দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটানোর একটি পূননির্মাণ ব্যবস্থা “

আরব ও মুসলিম দেশগুলির মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল যারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্য রাষ্ট্রগুলিতে সফর করছেন তারা এই লড়াইয়ের অবিলম্বে সমাপ্তির এবং গাজার অধিবাসীদের মানবিক সহায়তা প্রদানের ডাক দিয়েছেন তবে ঐ অঞ্চলের দীর্ঘমেয়াদি শাসন ব্যবস্থা সম্পর্কে তেমন কিছুই বলেননি।

XS
SM
MD
LG