অ্যাকসেসিবিলিটি লিংক

কালিনিনগ্রাদ থেকে বিমান হামলা প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিল রাশিয়া


মানচিত্রে কালিনিনগ্রাদ।
মানচিত্রে কালিনিনগ্রাদ।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক তাদের ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত দৈনিক গোয়েন্দা প্রতিবেদনে বলছে, সাম্প্রতিক সময়ে রুশ পরিবহনের অবস্থান পরিবর্তন এটাই নির্দেশ করছে যে রাশিয়া “সম্ভবত” বাল্টিক সাগরের তীরে অবস্থিত কালিনিনগ্রাদ ভূখণ্ড থেকে তাদের কৌশলগত বিমান হামলা প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়েছে।

কালিনিনগ্রাদকে তিন দিক দিয়ে ঘিরে রেখেছে নেটো জোটের সদস্যভুক্ত দেশগুলো। কালিনিনগ্রাদ থেকে অবস্থান পরিবর্তনের সিদ্ধান্তে এটাই প্রকাশ পায় যে, “রাশিয়ার কিছু গুরুত্বপূর্ণ ও আধুনিক অবকাঠামো এই যুদ্ধের ফলে দুর্বল হয়ে পড়েছে”।

শনিবার ইউক্রেনে হলোদোমোর স্মারক দিবস পালন করা হয়। ৩০ এর দশকে সোভিয়েত নীতির কারণে লাখ লাখ দুর্ভিক্ষ পীড়িত মানুষ না খেয়ে মারা যায়। এই দিবসে সেই সময়টিকেই স্মরণ করা হয়।

ইউক্রেনীয় ভাষায় ‘দ্য হলোদোমোর’ অর্থ ‘না খেয়ে মারা যাওয়া’। এটা ছিল তৎকালীন সোভিয়েত শাসক জোসেফ স্তালিনের প্রচলন করা একটি নীতি, যা ইউক্রেনসহ ৩০টি দেশে গণহত্যা হিসেবে বিবেচিত। তবে মস্কো এটি অস্বীকার করে।

হলোদোমোর দিবসে গত বছরের ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর কিয়েভে সবচেয়ে বড় আকারের ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেন বলছে, ৬ ঘণ্টার এই হামলায় রাশিয়া ৭৫টি ইরানে-নির্মিত শাহেদ ড্রোন পাঠায়, যার মধ্যে ৭৪টি কে তারা ভূপাতিত করেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিতশক এক টেলিগ্রাম পোস্টে বলেন, ১ শিশুসহ ৫ ব্যক্তি এই হামলায় আহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনী বলছে, কিয়েভে ৬৬টি ড্রোন ভূপাতিত করা হয়। এক নগর কর্মকর্তা বলেন, হামলায় বিদ্যুৎ অবকাঠামোর ক্ষতি হলে ১৭ হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েন।

পররাষ্ট্রমন্ত্রী দমিত্র কুলেবা বলছেন, রাশিয়া গত সপ্তাহে সারাদেশ জুড়ে ৯১১টি হামলা চালায়। এতে ১৯ ইউক্রেনীয় নিহত ও আরও ৮৪জন আহত হন।

তিনি টেলিগ্রামে বলেন, “শত্রু হামলার তীব্রতা বাড়াচ্ছে, তারা ইউক্রেন ও ইউক্রেনীয়দের ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে”। তারা এটা ইচ্ছা করেই করছে, “যেভাবে ৯০ বছর আগে রাশিয়া আমাদের লাখ লাখ পূর্বপুরুষকে হত্যা করেছিল”।

XS
SM
MD
LG