অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক বহরের ওপর আত্মঘাতী বোমা হামলা


বান্নু, পাকিস্তান।
বান্নু, পাকিস্তান।

পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলে রবিবার সামরিক বহরের ওপর এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১জন সেনা আহত হয়।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরে ঐ হামলা হয় বলে জানিয়েছে একাধিক সরকারি সুত্র। আহত অন্তত তিনজনের অবস্থা "গুরুতর" বলে জানিয়েছেন তারা।

সেনাবাহিনীর মিডিয়া শাখা ঐ হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।

সরকারবিরোধী হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী ঐ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তাদের সাথে আফগানিস্তানে তালিবানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানা যায়।

আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরস্তানসহ বান্নু এবং এর আশেপাশের এলাকায় নিয়মিত জঙ্গী হামলা হয়।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে দুই বছর আগে ইসলামপন্থী তালিবান আবার ক্ষমতায় আসার পর থেকে পলাতক জঙ্গীরা সে দেশের নিরাপদ আশ্রয় থেকে সহিংস হামলা জোরদার করেছে।

কর্মকর্তারা বলছেন, সহিংসতায় ২ হাজার ৩০০-র বেশি পাকিস্তানি নিহত হয়েছে যাদের বেশির ভাগ নিরাপত্তা বাহিনীর সদস্য। ফলে তালিবান সরকারের সাথে পাকিস্তান সরকারের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে।

এক ডজনের বেশি জঙ্গী বিদ্রোহী গোষ্ঠীর জোট, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান বা টিটিপি বেশির ভাগ সহিংসতার দায়িত্ব দাবি করে।

XS
SM
MD
LG