অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় শীতকালীন ঝড়ের আঘাত


২০২৩ সালের ২৭ নভেম্বরে প্রকাশিত এই হ্যান্ডআউট ছবিতে দেখা যাচ্ছে, জরুরি পরিষেবা কর্মীরা ইউক্রেনের ওডেসা অঞ্চলে প্রবল তুষার ঝড়ের সময় আটকে থাকা একটি গাড়ি উদ্ধার করছেন।
২০২৩ সালের ২৭ নভেম্বরে প্রকাশিত এই হ্যান্ডআউট ছবিতে দেখা যাচ্ছে, জরুরি পরিষেবা কর্মীরা ইউক্রেনের ওডেসা অঞ্চলে প্রবল তুষার ঝড়ের সময় আটকে থাকা একটি গাড়ি উদ্ধার করছেন।

আসন্ন শীতের মৌসুমে রাশিয়ার সম্ভাব্য আক্রমণের উদ্বেগের মধ্যে সোমবার ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড একটি তুষার ঝড়ের কারণে চাপের সম্মুখীন হয়। ওই ঝড়ে দুই হাজারের বেশি শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ঝড়ের ফলে ১৬টি অঞ্চলের বিভিন্ন শহর বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর মধ্যে মধ্য ও দক্ষিণ ইউক্রেনের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার রাতের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি পরিষেবা পুনরুদ্ধারের জন্য যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, এই ধরনের কঠিন পরিস্থিতিতে যে সেনা সদস্যরা রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে তাদের প্রতি ইউক্রেনীয়দের বিশেষভাবে কৃতজ্ঞ হওয়া উচিত।

গত শীতের মৌসুমে রাশিয়ার বাহিনী বারবার ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড অবকাঠামোতে আঘাত করেছে। এর ফলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছিল এবং ইউক্রেনের ব্যাপক মেরামত কার্যক্রম চালাতে হয়েছিল।

এছাড়া সোমবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক তাদের সর্বসাম্প্রতিক মূল্যায়নে বলেছে, গত ছয় সপ্তাহে রাশিয়া সম্ভবত যুদ্ধে সর্বোচ্চ হতাহতের হার দেখছে।

ব্রিটিশ মন্ত্রক ইউক্রেনের সেনাবাহিনীর তথ্য উদ্ধৃত করেছে। এতে বলা হয়েছে, নভেম্বর মাসে গড়ে ৯৩১ জন রাশিয়ানের হতাহতের ঘটনা ঘটেছে, যা মার্চ মাসে দৈনিক ৭৭৬ জনের হতাহতের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

ব্রিটিশ মন্ত্রক বলেছে, "যদিও প্রতিরক্ষা গোয়েন্দারা নিহত এবং আহত উভয়ের মোট হিসেবে পদ্ধতিটি যাচাই করতে পারেনি, তবে পরিসংখ্যানগুলো বিশ্বাসযোগ্য।"

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG