যুদ্ধবিরতি বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার পঞ্চম দিনে ইসরাইল এবং হামাস আরও বন্দি ও জিম্মি বিনিময় করবে বলে আশা করা হচ্ছে।
ইসরাইল গাজা ভূখণ্ডে হামাসকে লক্ষ্য করে আক্রমণে বিরতি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যদি কিনা হামাস চারদিনের যুদ্ধবিরতির চুক্তির বাইরেও অতিরিক্ত প্রতিদিনে ১০ জন জিম্মিকে মুক্তি দেয়; বিনিময়ে ইসরাইল যেসকল ফিলিস্তিনি বিভিন্ন অপরাধে ইসরাইলের কারাগারে বন্দি ছিল তাদেরকে হামাসের মুক্তি দেয়া বন্দির তিন গুণ হিসেবে মুক্তি দেবে। হামাস নিশ্চিত করেছে, তারা “একই শর্তে” দুই দিনের মেয়াদ বৃদ্ধিতে সম্মত হয়েছে।
যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির আলোচনায় কাতার সহায়তা করেছে। যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত জিম্মিদের মুক্তি দেয়া হচ্ছে ততক্ষণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। তারাও যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে।
ফিলিস্তিনি বন্দিদের সাথে হামাসের হাতে জিম্মিদের চতুর্থ দফার অদলবদল সোমবার শেষ হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, হামাসের হাতে আটক ১১ জন জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে এবং ইসরাইলের কারা কর্তৃপক্ষ বলছে, তারা ৩৩ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। প্রথম চার দিনে ৫০ জন ইসরাইলি জিম্মি এবং ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্ত করা হয়েছে।
জাতিসংঘ বলছে, আনুমানিক ১৮ লাখ মানুষ বা গাজার জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ গাজার মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। ১১ লাখ মানুষ জাতিসংঘের জনাকীর্ণ আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার ব্রাসেলসে নেটোর বৈঠকে যোগ দিয়েছিলেন। তিনি বুধবার রাতে ইসরাইল এবং পশ্চিম তীর সফরে যাবেন।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
সোমবার চীন বলেছে, তাদের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বুধবার ইসরাইল-হামাস সংঘর্ষের ওপর আলোকপাত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন।
যুদ্ধবিরতি গাজায় অতি প্রয়োজনীয় মানবিক সহায়তার সরবরাহ বৃদ্ধির সুযোগ দিয়েছে। জাতিসংঘ বলেছে, গাজায় আনুমানিক ১৮ লাখ মানুষ বা সেখানকার জনসংখ্যার তিন-চতুর্থাংশ বাস্তুচ্যুত হয়েছে।
ভয়েস অফ আমেরিকার পররাষ্ট্র মন্ত্রক ব্যুরো প্রধান নাইকি চিং এবং হোয়াইট হাউস সংবাদদাতা আনিতা পাওয়েল এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।