অ্যাকসেসিবিলিটি লিংক

জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, বলছে ইউক্রেন


ইউক্রেনে দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় সৈন্যরা সিভি৯০ সাঁজোয়া যুদ্ধযান পরীক্ষা করছে। ২৩ নভেম্বর, ২০২৩।
ইউক্রেনে দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় সৈন্যরা সিভি৯০ সাঁজোয়া যুদ্ধযান পরীক্ষা করছে। ২৩ নভেম্বর, ২০২৩।

মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, জাপোরিঝিয়া অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ রাতে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী।

অপরদিকে মঙ্গলবার, বিমান প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার একটি ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

জাপোরিঝিয়ার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ক্ষেপণাস্ত্রটির আঘাতে একটি দোকান ক্ষতিগ্রস্ত এবং একজন আহত হয়।

ব্রাসেলসে নেটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ মঙ্গলবার ইউক্রেনের ফ্রন্টলাইনে তীব্র লড়াই চলার কথা বলেন। তাছাড়া ইউক্রেনের শহরগুলোতে রুশ ড্রোন হামলাও অব্যাহত রয়েছে।

স্টলটেনবার্গ বলেন, গত এক বছরে ইউক্রেনের ফ্রন্ট লাইনের অগ্রগতি তেমন না হলেও, রাশিয়ার সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে তারা।

নেটোর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দুই দিনের বৈঠকের আগে স্টলটেনবার্গ তাদের মিত্রদের ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এ এফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG