অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের নেতার ব্যক্তিগত আমন্ত্রণ সত্ত্বেও ব্রিকস জোটে যোগ দিচ্ছে না আর্জেন্টিনা


আর্জেন্টিনার সদ্য-নির্বাচিত প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই (ফাইল ছবি: ২৯ নভেম্বর, ২০২৩)
আর্জেন্টিনার সদ্য-নির্বাচিত প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই (ফাইল ছবি: ২৯ নভেম্বর, ২০২৩)

আর্জেন্টিনার সদ্য-নির্বাচিত প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সরকারের নব-নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন , আর্জেন্টিনা ব্রিকস জোটে যোগ দেবে না। পশ্চিমের গণতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করা এই জোটের নেতৃত্ব ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছে।

বৃহস্পতিবার ডায়ানা মনদিনোর এই ঘোষণা বিদায়ী সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিপরীতে গেছে। বিগত সরকারের অবলম্বন করা নীতি বুয়েনোস আইরেসকে অন্য যেকোনো সময়ের চেয়ে চীনের বেশি কাছাকাছি নিয়ে গিয়েছিল। গত সপ্তাহে চীনের কমিউনিস্ট নেতা শি জিনপিং মিলেইর কাছে একটি ব্যক্তিগত চিঠি সরাসরি পৌঁছে দেওয়ার পরও এই ঘোষণা এলো।

ব্রিকস হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের আদ্যাক্ষর। এই জোটটিকে বেইজিং এর নেতৃত্বাধীন একটি ভূরাজনৈতিক সংস্থা গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হচ্ছে, যারা তাদের প্রভাবের বিস্তার ঘটিয়ে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকে নতুন ভাবে সাজাতে চাইছে।

গত বছর চীনে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত জানান, শি আর্জেন্টিনাকে এই জোটে যোগ দেওয়ার জন্য ব্যক্তিগত আমন্ত্রণ জানিয়েছিলেন। আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস জোটের সর্বসাম্প্রতিক সম্মেলনে এই আমন্ত্রণের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে উল্লেখ করা হয়। সম্মেলনে জানানো হয়, আর্জেন্টিনার পাশাপাশি ইরান, মিশর, ইথিওপিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সদস্যপদ ১ জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকর হবে।

নির্বাচনে জয়ী হওয়ার পর আর্জেন্টিনার গণমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে মিলেই বাণিজ্য ও পররাষ্ট্রনীতি বিষয়ে তার তিনটি চিন্তাধারার কথা জানান। তিনি প্রথমত, নিজেকে “যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমের” মিত্র হিসেবে তুলে ধরেন। তিনি জানান, তার চিন্তার অপর ধারা হল, “যারা একনায়কতান্ত্রিক, সমাজতান্ত্রিক অথবা শান্তির প্রতি শ্রদ্ধাশীল নন বা গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করেন না, তাদের সঙ্গে তিনি কোনো সম্পর্ক সৃষ্টি বা সম্পর্কের উন্নয়ন করবেন না।”

তৃতীয়ত, তিনি জানান, ব্যবসায়ীরা যে কারও সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করার স্বাধীনতা পাবেন

XS
SM
MD
LG