শুক্রবার ইসরাইল-হামাস চুক্তি ভেঙ্গে পড়লে অন্তত ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ৭ অক্টোবর ইসরাইলে হামাসের সন্ত্রাসী হামলার পর , গাজায় এখন অবধি নিহত ব্যক্তির সংখ্যা ১৫,২০০ ‘র বেশি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রক। তারা বলছে নিহতদরে মধ্যে ৭০% হচ্ছে নারী ও শিশু ।
গাজার মোট জনসংখ্যার প্রায় কাছাকাছি সংখ্যক ২০ লক্ষ লোক এখন ঐ ভূখন্ডের দক্ষিণাঞ্জলে আবদ্ধ হয়ে রয়েছেন। তাদের পালিয়ে যাবার এবং আশ্রয় নেবার জায়গাও ক্রমশই কমে আসছে। শনিবার ইসরাইল ঐ ছিঁটমহলের দক্ষিণাঞ্চলে তাদের লক্ষ্যবস্তুর উপর বোমা বর্ষণ করেছে এবং আর্ও যে সব স্থানে তারা আঘাত হানবে বলে ঠিক করেছে সেখান থেকে অসামরিক লোকজনকে সরে যেতে বলছে।
ইসরাইলি সামরিক বাহিনী একটি অনলাইন মানচিত্র প্রকাশ করেছে। সেখানে গাজা ভূখন্ডকে শত শত তালুকে ভাগ করা হয়েছে এবং অধিবাসীদের স্থান ত্যাগ করার সতর্কবার্তা দেয়ার আগে, তাদের ঐ তালুকের নম্বরটা জেনে রাখতে হবে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা শনিবার বলেন যে গাজায় বহু ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে এবং তাদের সুরক্ষার জন্য ইসরাইলের প্রতি তিনি আহ্বান জানান। তিনি যুদ্ধোত্তর গাজা জন্য বড় দাগে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
দুবাইয়ে কপ২৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে হ্যারিস বলেন , যুক্তরাষ্ট্র আখ্যায়িত সন্ত্রাসী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বৈধ অধিকার আছে ইসরাইলের । হামাস ৭ অক্টোবর ইসরাইলের অসামরিক লোকদের উপর সন্ত্রাসী হামলা চালায় যাতে ১২০০ জন নিহত হয় এবং আনুমানিক ২৪০ জনকে অপহরণ করা হয়।সদ্য সমাপ্ত সাত দিনের অস্ত্র বিরতির সময়ে প্রায় ১০০ জন ইসরাইলিকে মুক্তি দেয়া হয় , ফিলিস্তিনি বন্দিমুক্তির বিনিময়ে।
এটা এখনও পরিস্কার নয় যে ইসরাইলি সামরিক বাহিনী কি এই মর্মে যুক্তরাষ্ট্রের আবেদনে সাড়া দেবে যে তাদের আক্রমণের সময়ে তারা যেন অসামরিক লেঅকদের রেহাই দেয়। তারা ঐ ছিঁটমহল থেকে হামাসকে নির্মূল করতে সংকল্পবদ্ধ।
সাধারণত ইসরাইলি আক্রমণের আগে হামাস জনগণকে নরিাপদ স্থানে সরে যেতে বাধা দেয় এবং তাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে। তারা নিজেদের হামপাতাল এবং অন্যান্য অসামরিক এলাকায় লুকিয়ে রাখে।
শনিবার, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় হামাসের ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান, নৌ ও স্থল বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইসরাইলি সামরিক কর্মকর্তারা। সেনাবাহিনী জানায়, তারা গাজার উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে। দুই দিন আগে আবার যুদ্ধ শুরু হবার পর থেকে এখন পর্যন্ত ৪০০ টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা।