অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান নভেম্বর মাসে ১২২ জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে, বলছে রিপোর্ট


 ইরানের মানচিত্র
ইরানের মানচিত্র

ইরানে প্রতি মাসে কতজন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেদিকে একান্ত নজর রাখে এমন একটি মানবাধিকার গোষ্ঠীর নতুন এক রিপোর্টে উঠে এসেছে সে দেশে মৃত্যুদণ্ড বৃদ্ধির রক্ত হিম করা তথ্য।

মানবাধিকার সংক্রান্ত হেনগাও সংগঠন নথিভুক্ত করেছে যে গত মাসে ইরানে অন্তত ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ থেকে ইঙ্গিত পাওয়া যায়, আগের মাসের তুলনায় মৃত্যুদণ্ডের হার ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

শনিবার প্রকাশিত এই রিপোর্টে হেনগাও জানিয়েছে, নভেম্বর মাসে মৃত্যুদণ্ডের সংখ্যা ৫৬.৫ শতাংশ বেড়েছে। চলতি বছরের অক্টোবরে ৭৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এবং নভেম্বরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২ জনে।

হেনগাওয়ের অনুসন্ধান অনুযায়ী, গত মাসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের প্রায় অর্ধেকের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ ছিল।

তবে এই মানবাধিকার সংগঠন বলেছে, সকলে মাদক সংক্রান্ত চার্জে যুক্ত ছিল না। তারা জানিয়েছে, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে অন্তত ১১ জন ছিল রাজনৈতিক ও ধর্মীয় কারণে বন্দি। নভেম্বরে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন কিশোর অপরাধী ও দুইজন নারী।

ইরানে মৃত্যদণ্ডের এই বৃদ্ধিকে বিভিন্ন মানবাধিকার সংগঠন, জাতিসংঘ ও বহু দেশ সমালোচনা করেছে।

ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ইরানে চলমান মৃত্যুদণ্ডের এই ঢেউকে “আতঙ্কজনক” বলে অভিহিত করেছে; সেই সঙ্গে এই বছরের শুরু থেকে অন্তত ৬০০টি কেসের কথা উল্লেখ করা হয়েছে এবং এই “নিষ্ঠুর ও অমানবিক” শাস্তি রদ করার আবেদন জানানো হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার দফতরের মুখপাত্র লিজ থ্রোসেল এর আগে রাজনৈতিক সক্রিয় কর্মী ও শান্তিপূর্ণ সমাবেশে হাজির হওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকার জন্য ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

নরওয়েভিত্তিক বেসরকারি সংগঠন ইরান হিউম্যান রাইটসের অধিকর্তা মাহমুদ আমিরি মোঘাদ্দাম “ইসলামি প্রজাতন্ত্রে প্রতিদিন তিনজনের বেশি ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর” করার বিষয়ে নীরবতা ভাঙতে সম্প্রতি আন্তর্জাতিক গোষ্ঠী, বিশেষ করে ইউরোপীয় দেশগুলিকে অনুরোধ করেছেন।

XS
SM
MD
LG