অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন সহায়তা তহবিল হ্রাসের প্রেক্ষাপটে 'কংগ্রেসের পদক্ষেপ নেয়ার এখনই সময়', বলেছে হোয়াইট হাউস


ইউক্রেনে খেরসনের একটি আবাসিক ব্লকে গোলাগুলির পরে একটি রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। ২০২৩ সালের ৩ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও থেকে ছবিটি নেয়া হয়েছে। (খেরসনের আঞ্চলিক রাজ্য প্রশাসন/রয়টার্সের মাধ্যমে হ্যান্ডআউট)
ইউক্রেনে খেরসনের একটি আবাসিক ব্লকে গোলাগুলির পরে একটি রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। ২০২৩ সালের ৩ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও থেকে ছবিটি নেয়া হয়েছে। (খেরসনের আঞ্চলিক রাজ্য প্রশাসন/রয়টার্সের মাধ্যমে হ্যান্ডআউট)

সোমবার হোয়াইট হাউস সতর্ক করেছে, কংগ্রেস পদক্ষেপ না নিলে ইউক্রেনকে সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের অর্থ বছরের শেষ নাগাদ শেষ হয়ে যাবে।

হোয়াইট হাউসের বাজেট ডিরেক্টর শালান্দা ইয়ং হাউস এবং সিনেট নেতাদেরকে দেয়া একটি চিঠিতে লিখেছেন, "এটি পরবর্তী বছরের সমস্যা নয়।" "রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক ইউক্রেনকে লড়াইয়ে সহায়তা করার এখনই সময়। কংগ্রেসের পদক্ষেপ নেয়ার সময় এসেছে।"

ইয়ং বলেন, ইউক্রেনকে সহায়তা করার জন্য বরাদ্দকৃত ১১১ বিলিয়ন ডলারের প্রায় পুরোটাই ব্যয় করা হয়েছে। অর্থের বৃহত্তম অংশ সামরিক সহায়তার জন্য ব্যবহৃত হয়েছে, বাকি অংশ অর্থনৈতিক ও বেসামরিক সহায়তার পাশাপাশি মানবিক সহায়তায় ব্যয় করা হয়েছে।

বাইডেন প্রশাসন কংগ্রেসকে ১০৬ বিলিয়ন ডলারের প্যাকেজ অনুমোদনের জন্য চাপ দিয়েছে। এই প্যাকেজের অধীনে ইউক্রেন, ইসরাইল এবং অন্যান্য অঞ্চলে সহায়তা প্রদান করা হবে। ইউক্রেনে সহায়তার অংশের পরিমাণ ৬১ বিলিয়ন ডলার।

প্রস্তাবটি প্রতিনিধি সভায় কিছু রিপাবলিকানের বিরোধিতার সম্মুখীন হয়েছে। তারা ইউক্রেনে আরও সহায়তা প্রদানের বিষয়ে প্রশ্ন তুলেছে এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার দাবিতে অতিরিক্ত তহবিল নিশ্চিত করার চেষ্টা করেছে।

সোমবার ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাশিয়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ ইরানের তৈরি ২৩টি শাহেদ ড্রোন দিয়ে রাতভর ইউক্রেনে হামলা চালিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ২৩টির মধ্যে ১৮টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে এবং ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে।

সোমবার ভোরে খেরসনের আঞ্চলিক গভর্নর বলেছেন, ওই অঞ্চলে রাশিয়ার গুলিবর্ষণে গত ২৪ ঘণ্টার মধ্যে দুজন নিহত ও আটজন আহত হয়েছে। গভর্নর একটি কিন্ডারগার্টেন, সেইসাথে একটি মেডিকেল ভবন এবং একটি প্রকৌশল স্থাপনার ক্ষতির কথাও জানিয়েছেন।

এছাড়াও সোমবার রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের গভর্নর বলেছেন, রাশিয়ার ১৪ তম আর্মি কোরের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি ইউক্রেনে নিহত হয়েছেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG