মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দেয়ার জন্য জরুরি ভিত্তিতে নতুন তহবিল অনুমোদনের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেন, জেলেনস্কিকে একটি গোপন ভিডিও কলে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়। আইনপ্রণেতারা ইউক্রেনের জন্য কয়েক বিলিয়ন ডলার সহায়তা বিষয়ক একটি বিলের উপর ভোট দেয়ার সময় তার কাছ থেকে যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সরাসরি জানার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পরিচালক শালান্দা ইয়ং সোমবার কংগ্রেস নেতাদের সতর্ক করে পাঠানো এক চিঠিতে বলেছেন, এ বছরের শেষ নাগাদ ইউক্রেনে অস্ত্র ও সহায়তা পাঠানোর মতো অর্থ যুক্তরাষ্ট্রের থাকবে না। তিনি আরও মন্তব্য করেন, ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। তাছাড়া, ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র অর্থের ঘাটতিতে পড়েছে।
অক্টোবরে ইউক্রেন, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তার উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে বাইডেন প্রশাসন, কংগ্রেসের কাছে প্রায় ১০৬ বিলিয়ন ডলারের অনুমোদন চায়।
ইউক্রেনের জন্য অর্থসহায়তার বিষয়টি কংগ্রেসে ডান ঘেঁষা কিছু আইনপ্রণেতার কাছে রাজনৈতিক ভাবে বিতর্কিত হয়ে উঠেছে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক চিঠিতে ইয়ং বলেছেন, ইউক্রেনে অর্থ আর অস্ত্র সহায়তা এখন বন্ধ করার অর্থ হচ্ছে রাশিয়ার সুবিধা বৃদ্ধি করা।
এদিকে, মঙ্গলবার ইউক্রেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করতে ইইউ-র ২৭টি সদস্য দেশের কূটনীতিকদের এক বৈঠক হবে বলে কর্মকর্তা এবং কূটনীতিকরা জানিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক মঙ্গলবার জানিয়েছে, ইউক্রেনের অন্তত ৩৫টি ড্রোন ধ্বংস বা আটক করেছে তারা। তারা আরও জানায়, ক্রাইমিয়া উপদ্বীপ ও আজোভ সাগরে ইউক্রেনের হামলাও ব্যর্থ করে দেয়া হয়েছে।
এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গলবার জানায় , ইরানের তৈরি ১৭টি শাহেদ ড্রোন নিয়ে রাশিয়া রাতে হামলা চালালে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী এর ১০টি ড্রোন ধ্বংস করে দেয়।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এ এফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।