ইউক্রেনকে আরও অস্ত্র সাহায্য দেয়ার বিষয়টি অনুমোদনের জন্য বুধবার কংগ্রেসের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন প্রতিবেশি দেশে রাশিয়ার প্রেসিডেন্টের প্রায় দু বছরের যুদ্ধে এটি হবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য “শ্রেষ্ঠতম উপহার”।
একই সময়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইউক্রেনের জন্য নতু নিরাপত্তা সহায়তার কথা ঘোষণা করেছে । ২০২১ সালের আগস্ট মাস থেকে এটি হচ্ছে ইউক্রেনের জন্য বাইডেন প্রশাসনের ৫২ তম বার সাজ সরঞ্জাম অনুমোদন । এতে রয়েছে বিমান প্রতিরক্ষা সক্ষমতা, গোলন্দাজ বাহিনীর সাজসরঞ্জাম, ট্যাংক বিধ্বংসী অস্ত্র এবং অন্যান্য যন্ত্রপাতি।
পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ১৭ কোটি ৫০ লক্ষ ডলারের এই থোক সামরিক সাহায্যের মধ্যে রয়েছে হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স , অ্যান্টি আর্মর সিস্টেম এবং উচ্চ গতি সম্পন্ন অ্যান্টি রেডিয়েশন ক্ষেপনাস্ত্র।
হোয়াইট হাউসে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন যে পুতিন যদি ইউক্রেনকে পরাজিত করেন তা হলে, “ তা হ’লে সেটা সেখানেই শেষ হয়ে যাবে না, মস্কো পাশের নেটো রাষ্ট্রগুলোর উপর আক্রমণ চালাবে। যুক্তরাষ্ট্র আইনত তাদের প্রতিরক্ষা নিশ্চিত করতে বাধ্য।
বাইডেন বলেন, “নেটো যদি আক্রান্ত হয়”, আমাদের আমেরিকান সৈন্যরা রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে লড়বে। আমরা পুতিনকে জিততে দেবো না।
বাইডেন এক বিবৃতিতে জোর দিয়ে বলেন এই নতুন সহায়তায়, “ ইউক্রেনের জন্য এই নিরাপত্তা সহায়তা হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য স্মার্ট বিনিয়োগ। এটি ঐ অঞ্চলে বড় রকমের যুদ্ধ প্রতিহত করতে সহায়তা করবে এবং অন্যত্রও সম্ভাব্য আগ্রাসনকে প্রতিহত করবে”।