অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনঃ ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা


ইউক্রেনের ওডেসা অঞ্চলে এক বন্দরে উদ্ধারকর্মীরা ট্রাকের আগুন নেভাতে ব্যস্ত। ২৬ সেপ্টেম্বর, ২০২৩। রয়টার্স।
ইউক্রেনের ওডেসা অঞ্চলে এক বন্দরে উদ্ধারকর্মীরা ট্রাকের আগুন নেভাতে ব্যস্ত। ২৬ সেপ্টেম্বর, ২০২৩। রয়টার্স।

ইউক্রেনের ওডেসা অঞ্চলে রুশ ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে এবং বন্দরের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন প্রাদেশিক গভর্নর।

ওলে কিপার বলেন, দুই ঘন্টা ধরে ওডেসার উপর হামলা চলে এবং সেই সময় অধিকাংশ রুশ ড্রোনকে গুলি করে নামিয়েছে বিমান প্রতিরক্ষা বাহিনী। তবে, কয়েকটি নাগালের বাইরে চলে যায়।

নিহত ব্যক্তিকে একজন ট্রাক চালক হিসেবে চিহ্নিত করেছেন তিনি। পাশাপাশি তিনি জানান, রাশিয়ার ড্রোন হামলায় দানিয়ুব নদীর কাছে একটি গুদাম, লিফট ও কয়েকটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ওডেসা ও দেশের পশ্চিম প্রান্তে খেমলনিটস্কি অঞ্চলকে নিশানা করে মোট ১৮টি ড্রোন দিয়ে আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়া।

সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার ১৮টি ড্রোনের মধ্যে ১৫টিকে গুলি করে নামিয়েছে বিমান প্রতিরক্ষা বাহিনী।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেনেটে রিপাবলিকান আইনপ্রণেতারা ইউক্রেন ও ইসরাইলের জন্য বরাদ্দ ১১০ বিলিয়ন ডলার বুধবার আটকে দিয়েছে।

যুদ্ধ ও সীমান্ত রক্ষা খাতে প্রায় ১০৬ বিলিয়ন ডলার বরাদ্দ করতে কংগ্রেসের কাছে আর্জি জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সেনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল যিনি ইউক্রেনের ত্রাণকে সমর্থন করেন তিনি বলেন, তাঁর দলের সদস্যরা এই ত্রাণ প্যাকেজ বাতিল করেছে কারণ বাইডেন প্রশাসন নীতিগত পরিবর্তন আনেনি। এই নীতি-বদলের জন্য আইনপ্রণেতারা কয়েক বছর ধরে লড়াই করেছেন।

হোয়াইট হাউসে এক সংক্ষিপ্ত ভাষণে যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতা বলেন, পুতিন যদি ইউক্রেনকে পরাস্ত করে তাহলে “তারা সেখানেই থামবে না”, যুক্তরাষ্ট্র আইনত সুরক্ষা দিতে বাধ্য তেমন প্রতিবেশী নেটোভুক্ত দেশগুলির উপরও আক্রমণ করবে মস্কো।

বাইডেন বলেন, “নেটো যদি আক্রান্ত হয়, তাহলে রুশ বাহিনীর সঙ্গে আমাদের আমেরিকান বাহিনীর সংঘর্ষ বাঁধবে। আমরা পুতিনকে জিততে দিতে পারি না।”

XS
SM
MD
LG