শুক্রবার একটি শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনি ছয়জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। শরণার্থী শিবিরটি অধিকৃত পশ্চিম তীরের তুবাস শহরের কাছে অবস্থিত। দক্ষিণ গাজা ভূখণ্ডে ইসরাইল-হামাস যুদ্ধ তৃতীয় মাসে পদার্পণ করলো।বৃহস্পতিবার গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় শহরগুলোতে হামাস জঙ্গিদের ওপর আক্রমণ চালিয়েছে ইসরাইল। এতে ৩৫০ জন নিহত হয়েছে। যুদ্ধের বিপর্যয় থেকে বাঁচতে হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিক আশ্রয়ের সন্ধান করছে।
বৃহস্পতিবার ইসরাইলের সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে রাফাহর কাছে মানবিক অঞ্চল বলে অভিহিত এলাকা থেকে রকেট ছোঁড়ার অভিযোগ করেছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিরল এক ক্ষমতা প্রয়োগ করে ভূমধ্যসাগরের কাছে অবস্থিত সংকীর্ণ এই ভূখণ্ডে আসন্ন “মানবিক বিপর্যয়” সম্পর্কে নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছেন। তিনি নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি গাজায় যুদ্ধবিরতি দাবি করার আহ্বান জানিয়েছেন।
১ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে হামাসের হাতে জিম্মি প্রায় একশোজনকে মুক্তি দেয়া হয়। তবে ধারণা করা হচ্ছে জঙ্গিরা এখনো প্রায় ১৪০ জনকে আটকে রেখেছে।
যুদ্ধ থামানোর ব্যাপারে এখন কোনো আলোচনা চলছে না। ।
গাজা ভূখণ্ডের উত্তরাংশে অবস্থিত গাজা শহরে যুদ্ধ শুরু হয়েছিল। ইসরাইল হামাসকে নির্মূল করার জন্য সেখানে যুদ্ধের প্রাথমিক পর্যায়ে বিমান ও স্থল হামলা চালায়। সম্প্রতি দক্ষিণ গাজার খান ইউনিসে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের গাজা প্রধান ইয়াহিয়া সিনওয়ার খান ইউনিসে যেখানে অবস্থান করছেন ইসরাইলের বাহিনী সে স্থানের কাছাকাছি রয়েছে। নেতানিয়াহু বলেন, “তাকে খুঁজে পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।”
৭ অক্টোবর হামাস যোদ্ধারা দক্ষিণ ইসরাইলে হামলা চালায়। এতে ইসরাইলে প্রায় বারোশো মানুষ নিহত হয়; অসংখ্য মানুষকে হামাস জিম্মি করে। এখানে উল্লেখ করা যেতে পারে যে যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
এরপরই ইসরাইল গাজায় হামাসের শাসনের অবসান ঘটাতে তাদের সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলের সামরিক অভিযানে গাজায় সতেরো হাজারের বেশি মানুষ নিহত হয়, যার মধ্যে ৭০ শতাংশ নারী ও শিশু।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি,এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।