শুক্রবার ফিনল্যান্ডের সর্বোচ্চ আদালত রাশিয়ার এক নব্য-নাৎসিকে ইউক্রেনে হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেছে। সেখানে তাকে সন্ত্রাসবাদের অভিযোগে বিচারের জন্য চাওয়া হচ্ছে।
ইউক্রেনের একটি সন্ত্রাসী সংগঠনের সাথে জান পেট্রোভস্কি জড়িত বলে সন্দেহ করা হয়।
ইউক্রেনের কারাগারে সে "অবমাননাকর" অবস্থার সম্মুখীন হতে পারে অনুমান করে ফিনল্যান্ডের আদালত তাকে হস্তান্তরে বাধা দেয়।
পেট্রোভস্কি ওয়াগনার গ্রুপের একজন প্রাক্তন ভাড়াটে সৈনিক। তাকে ফিনল্যান্ডের কারাগার থেকে মুক্তি দেওয়া হলেও ফিনল্যান্ডের সীমান্ত রক্ষীরা তাকে তাদের হেফাজতে নেয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি, শুক্রবার তার দৈনিক ভাষণে বলেন, শুক্রবার সকালে খার্কিভ ও নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে একজন নিহত হয়। তবে "রাশিয়ার ক্ষেপণাস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ সফলভাবে প্রতিহত করা হয়েছে” বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ইসরাইল থেকে তার নাগরিকদের সরিয়ে নেওয়া অব্যাহত রেখেছে ইউক্রেন। তাদের “প্রায় ৪০ জন নাগরিক এখন নিরাপদে আছেন।”
এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, এ এফপি এবং রয়টার্স থেকে নেয়া।